1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন শুরু

আরাফাতুল ইসলাম২ জুন ২০০৮

জার্মানীর বন শহরে সোমবার থেকে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন৷ দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে ১৬০টিরও বেশি দেশের প্রায় ২০০০ প্রতিনিধি অংশ নিচ্ছে বলে জানিয়েছে জার্মান বার্তাসংস্থা ডিপিএ৷

https://p.dw.com/p/EBTN
এবারের শ্লোগান ''ফাইট ক্লাইমেট চেইঞ্জ''ছবি: picture-alliance/dpa

সম্মেলনের প্রথম দিনে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যদ্রব্য ও জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি ঘটছে বলে মত দেন আয়োজকরা৷ তাদের দাবি, বায়ুমন্ডলে কার্বন নির্গমন কমাতে বায়োফুয়েল ব্যবহারের যে পন্থা গ্রহণ করা হয়েছে তা আরও খারাপ ফল বয়ে আনছে৷ কারণ এর ফলে খাদ্যদ্রব্যের দাম আশংকাজনকহারে বেড়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশ থেকে শুরু করে কম-বেশী সব দেশের নাগরিকরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে৷

এই প্রসঙ্গে জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান ইভো ডি বোয়ার জানান, খাদ্য ও জ্বালানী তেল বিষয়ে তাদের উদ্বেগকে স্বাগত জানাই কিন্তু জলবায়ু পরির্বতনের দিকটা না দেখলে এই দুটোর উর্দ্ধগতি রোধ করা দুরহ হবে৷

বোয়ার, কার্বন নির্গমন রোধে বায়োফুয়েলের ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করেন এবং বলেন, আমি মনে করি কার্বন নির্গমন রোধে বায়োফুয়েলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি বিষয়৷

এই সম্মেলনে ভারত এবং চীনকেও কার্বন নির্গমন রোধে চুক্তির আওতায় আনার আহ্বান জানানো হতে পারে৷ কারণ কিয়োটো চুক্তি অনুযায়ী এই দেশ দুটি কার্বণ নির্গমন রোধে বাধ্য নয়৷ তথাপি পরিবেশ দুষণে তাদের ভূমিকাও নেহায়েত কম নয়৷

প্রসঙ্গত, বন শহরের এই সম্মেলন, জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের আটটি সিরিজ সম্মেলনের দ্বিতীয়টি, যার প্রথমটি অনুষ্ঠিত হয়েছিলো গত বছর ডিসেম্বরে, বালিতে৷ আগামী বছরের শেষের দিকে কোপেনহেগেন শহরে এই সিরিজের শেষ সম্মেলনটি হবে৷ এসব সম্মেলনের মুল লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে মোক্ষম উপায়গুলো খুঁজে বের করা৷ আর তা করতে হবে ২০১২ সালে কিয়োটো প্রোটোকলের প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার আগেই৷