স্বস্তিতে ইউরোপ
১২ সেপ্টেম্বর ২০১২এ দুটি বিষয়ে সরকারের পক্ষেই রায় দিয়েছে জার্মান সাংবিধানিক আদালত৷
এই রায়ের সঙ্গে সম্পৃক্ত ছিল ৫০,০০০ কোটি ইউরোর উদ্ধার তহবিল ইএসএম এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে পরিকল্পিত ‘ফিসক্যাল' চুক্তির ভবিষ্যৎ৷ আজ বুধবার সর্বোচ্চ আদালত ইএসএম এবং ‘ফিসক্যাল' চুক্তিতে জার্মানির অংশগ্রহণের পক্ষে রায় দেয়ায় ইউরো অঞ্চলের অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে ওঠার পথ থেকে বড় একটি বাধা দূর হলো৷ এর আগে সোমবার এই রায় স্থগিত করার উদ্যোগকে নাকচ করেছিল আদালত৷
আঙ্গেলা ম্যার্কেলের সরকার সাংবিধানিক আদালত থেকে সবুজ সংকেত পাওয়ায় ইসিবি'র বন্ড কেনার সিদ্ধান্ত এবং ইএসএমের মতো পদক্ষেপগুলো ইউরোপীয় অঞ্চলের সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে৷ অবশ্য রায়ে কিছু শর্তও আরোপ করেছে আদালত৷ বিশেষ করে ইএসএমের ক্ষেত্রে বলা হয়েছে, কিছু শর্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ হলেই কেবল এটি কার্যকর করা যাবে৷ একই সঙ্গে ইএসএম থেকে জার্মানির ওপর কোনো আর্থিক চাপ ১৯০ বিলিয়ন ইউরোর বেশি হতে পারবেনা বলেও জানিয়ে দেয়া হয়েছে৷ টাকার অঙ্ক একান্তই যদি বাড়াতে হয় তাহলে তাতে জার্মান সংসদের অনুমোদন লাগবে৷
এসিবি/জেডএইচ (রয়টার্স)