জার্মান এমপির বিরুদ্ধে মাস্ক নিয়ে ঘুসের অভিযোগ
২৮ ফেব্রুয়ারি ২০২১দুর্নীতির অভিযোগ তদন্তে জার্মানি ও লিস্টেনস্টাইনে ১৩ টি জায়গায় অভিযান চালানোর কথা নিশ্চিত করেছেন প্রসিকিউটররা৷ গিয়র্গ ন্যুসলাইনের দায়মুক্তির বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেস্টাগ৷ বুন্ডেস্টাগের দায়মুক্তি কমিটির সদস্য মার্কো বুশম্যান টুইটারে লিখেছেন, ‘‘গিয়র্গ ন্যুসলাইনের বিষয়টি নিয়ে বিচার বিভাগের এখনই তৎপর হওয়া উচিত৷’’
করোনা ভাইরাস সুরক্ষা মেডিকেল মাস্ক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তির জন্য সরকারের কাছে লবির অভিযোগ আনা হয় ন্যুসলাইনের বিরুদ্ধে৷ গণমাধ্যমের খবর অনুযায়ী এর বিনিময়ে তিনি ছয় লাখ ৬০ হাজার ইউরো গ্রহণ করেছে৷ সে অর্থ ন্যুসলাইন পরিচালিত একটি কোম্পানিতে স্থানান্তর করা হয় এবং এই আয়ের ওপর কোনো কর ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে, জার্মান ব্রডকাস্টার আরটিএল৷
সোশ্যাল ডেমোক্রেট সদস্য কাটিয়া মাস্ট তার টুইটারে লিখেছেন, ‘‘সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে যদি করোনা মহামারি সংকট থেকে ব্যক্তিগতভাবে সুবিধা আদায়ের সন্দেহ থাকে তবে তা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ৷ এটি অবশ্যই স্পষ্ট করা উচিত৷’’
সোশ্যাল ডেমোক্রেটিক দল-এসপিডি আইনপ্রণেতারা দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে৷
ন্যুসলাইন ২০০২ সাল থেকে সংসদ সদস্য এবং ২০১৪ সাল থেকে রক্ষণশীল সংসদীয় দলের ডেপুটি প্রধানের দায়িত্ব পালন করছেন৷
এনএস/এসিবি(এএফপি, ডিপিএ, রয়টার্স)