জি টোয়েন্টি আর ইউরোপ
১৯ জুন ২০১২প্রথম দিনের আলোচনায় বিশ্বনেতারা ইউরোপের ঋণসংকট নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন৷ এবং এই সমস্যার সমাধানে চটজলদি ব্যবস্থার নেয়ার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান৷
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, ইউরোপের সমস্যা তাঁর দেশ সহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে৷ এমনকি এই সমস্যা তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে বাধা তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওবামা৷
তাই ইউরো সংকট মোকাবিলায় ইউরোপ কী করছে, তা নিয়ে অন্যান্যদের মতো মার্কিন প্রেসিডেন্টও বেশ চিন্তিত৷ বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে৷ বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে ওবামা ইউরোপের নেয়া পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন৷
এছাড়া আজ মঙ্গলবার সম্মেলনের শেষ দিনে ইউরোপের নেতাদের সঙ্গে ওবামার বৈঠক হওয়ার কথা রয়েছে৷
এদিকে, বিশ্বব্যাংক, আইএমএফ সহ ইউরোপের বাইরের দেশগুলো বিশ্ব অর্থনীতির বর্তমান নাজুক পরিস্থিতির জন্য ইউরোপকে দায়ী মনে করায় হতাশা প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান জোসে মানুয়েল বারোসো৷ তিনি বলেন, বর্তমান অবস্থার শুরু ইউরোপে নয়, হয়েছিল উত্তর অ্যামেরিকায়৷ বারোসো বলেন, ‘‘সংকট মোকাবিলায় ইউরোপের কি করা উচিত তা নিয়ে বিশ্ব নেতাদের পরামর্শ নিতে আমরা এখানে (সম্মেলনে) আসিনি৷''
জি২০ সম্মেলনের প্রথম দিনে ইউরো সংকট ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভ্লাদিমির পুটিনের বৈঠকের দিকে নজর ছিল সবার৷ বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে দুই নেতা সিরিয়ায় সংঘাত বন্ধের আহ্বান জানান৷
জি২০'র অন্যতম পাঁচ সদস্যরাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা আইএমএফ'এ নিজেদের কর্তৃত্ব বাড়ানোর শর্তে সংগঠনকে দেয়া তাদের অর্থের পরিমাণ বাড়ানোর অঙ্গীকার করেছে৷ চীন ইতিমধ্যে ৪৩ বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করেছে৷
আজ সম্মেলনের শেষ দিনে একটা বিবৃতি প্রকাশ করা হবে৷ তবে এর আগে গণমাধ্যমের কাছে একটা খসড়া বিবৃতি দেয়া হয়েছে৷ তাতে, বিশ্বব্যাপী বেশি বেশি চাকরির সুযোগ তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য, সব নেতা একসঙ্গে কাজ করবেন, এমন কথা উল্লেখ করা হয়েছে৷
জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স)