1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি এইট আলোচনায় জলবায়ু পরিবর্তন, আর্থিক সংকট

৯ জুলাই ২০০৯

ইটালির লাকিলা শহরে জি এইট গোষ্ঠীর সম্মেলনে একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হচ্ছে৷ স্থান পেয়েছে জলবায়ু পরিবর্তন, বিশ্বের চলমান আর্থিক সংকট --এমন কি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী প্রসঙ্গও৷

https://p.dw.com/p/IkaT
ছবি: AP

জলবায়ু পরিবর্তন বিশেষ করে বিশ্ব উষ্ণায়ন নিয়ে অভিন্ন একটি সিদ্ধান্ত গ্রহণের চেষ্টায় বৃহস্পতিবার জি-ফাইভ প্লাস ইজিপ্ট গোষ্ঠী অর্থাৎ উঠতি অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন অগ্রণী শিল্পোন্নত দেশের গোষ্ঠী জি-এইট এর নেতারা৷ তাঁরা কথা বলেছেন বিশ্বের চলমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রসঙ্গ নিয়েও৷ সুস্থ অর্থনৈতিক অবস্থার জন্য মুদ্রার মান না কমানোর বিষয়ে জি-এইট এবং জি ফাইভ এর নেতারা একটি খসড়ার ব্যাপারে একমত হয়েছেন বলেও প্রকাশ৷ একই সঙ্গে তাঁরা ২০১০ সালে ডাব্লিউটিওর দোহা সম্মেলন সফল করার বিষয়েও একমত হয়েছেন৷ অবশ্য সম্মেলনে অংশগ্রহণকারী চীনা কর্মকতার্রা বৈদেশিক মুদ্রার মান বজায় রাখতে মুদ্রার বহুমুখীকরণের পক্ষেই যুক্তি তুলে ধরেছেন৷

জি-ফাইভের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, ভারত, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা এবং চীন৷ তাদের সঙ্গে অংশ নিচ্ছে মিশরও৷ আর জি এইটের সদস্যরা হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, কানাডা ও রাশিয়া৷

এই সম্মেলনের আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এ ধরণের অর্থনৈতিক সমস্যার উদ্ভব যেন আর কখনোও না ঘটে তা নিশ্চিত করতে আমরা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সংস্থাগুলোর মান বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেছি৷

তিনদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিন অর্থাৎ গতকাল বুধবার বিশ্ব উষ্ণায়নের মাত্রা ২০৫০ সালের মধ্যে শিল্প বিপ্লব যুগের তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াসে (৩ দশমিক ৬ ফারেনহাইট) সীমিত রাখতে একমত হন জি-এইট নেতারা৷ একইসঙ্গে ওই সময়ের মধ্যে কার্বন নির্গমন ৫০ থেকে ৮০ শতাংশ কমানোরও প্রতিশ্র"তিও দেন তারা৷ কিন্তু এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, বিশ্ব উষ্ণায়ন রোধে দরিদ্র দেশগুলোকে কার্বন নির্গমনভিত্তিক ব্যাপক প্রবৃদ্ধির প্যাটার্ন পরিবর্তনে সাহায্য করতে প্রয়োজনীয় আর্থিক এবং কারিগরী সহায়তা নিয়ে জি-এইট গোষ্ঠীকে অবশ্যই এগিয়ে আসতে হবে৷

জলবায়ু ইস্যু ছাড়াও এখানে আলোচিত হয়েছে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীর বিষয়টিও৷ আজ সম্মেলনের নেতারা গত ২৫ মে পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর কারণে তীব্র নিন্দা জানিয়ে এক ঘোষাণায় বলেছেন, এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গ্রহণ করা প্রস্তাবের ষ্পষ্টত লঙ্ঘন৷

প্রতিবেদক: সাগর সরওয়ার, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক