1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাকরি খোঁজায় নতুন কৌশল

৫ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের একটি অনলাইন ডেটিং কোম্পানি এবার তার ব্যবহারকারীদের চাকরি খুঁজে দেয়ার পরিকল্পনা করছে৷ ২০১৬ সালে এই প্রক্রিয়া শুরু হতে পারে৷

https://p.dw.com/p/1HGoq
Symbolbild Lebensqualität Internet
ছবি: imago/McPHOTO

ইহারমোনি নামের এই ডেটিং সাইট ‘এলিভেটেড ক্যারিয়ার্স' নামক একটি অনলাইন এমপ্লয়মেন্ট সেবা চালু করতে যাচ্ছে৷ যে উপায় ব্যবহার করে তারা ব্যবহারকারীদের জীবনসঙ্গী খোঁজায় সহায়তা করছে সেই একই পদ্ধতি চাকরি খোঁজার ক্ষেত্রেও কাজে লাগাবে তারা৷

প্রশ্নমালা তৈরি ও অ্যালগোরিদম ব্যবহার করে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে দেয় ইহারমোনি৷ এভাবে তাদের মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৩৮ জন মানুষ বিয়ে করছেন বলে দাবি তাদের৷

চাকরিদাতাদের সঙ্গে চাকরিপ্রার্থীদের মিলন ঘটাতে যে প্রক্রিয়া ব্যবহার করা হবে সেটা জানিয়েছে এলিভেটেড ক্যারিয়ার্স৷

এলিভেটেড ক্যারিয়ার্স এর ঊর্ধ্বতন কর্মকর্তা ড্যান এরিকসন মনে করেন, এর মাধ্যমে চাকরি দেয়া ও চাকরি পাওয়া বিষয়টি একটি নতুন মাত্রা পাবে৷

যুক্তরাষ্ট্রের মানবসম্পদ বিষয়ক এক কোম্পানির কর্মকর্তা মাইকেল হেবারমান-ও মনে করেন এই বিষয়টি ‘গেম চেঞ্জার হতে পারে'৷

টুইটার ব্যবহারকারীরাও নতুন এই সাইট চালুর খবরে প্রতিক্রিয়া দেখাচ্ছেন৷

গবেষণা বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ২২ শতাংশ দম্পতির পরিচয় হয় অনলাইনে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

বন্ধুরা, আপনি কি কখনও অনলাইন ডেটিং করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য