1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলহত্যা মামলার রায় দিলো আদালত

হারুন উর রশীদ স্বপন২৮ আগস্ট ২০০৮

১৭৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ষড়যন্ত্রকারীরা জাতিকে মেধাশূণ্য করার পরিকল্পনা নেয়৷ এর অংশ হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক চার জাতীয় নেতাকে হত্যা করা হয় ওই বছরের ৩রা নভেম্বর৷

https://p.dw.com/p/F6Wb
শিল্পীর তুলিতে শেখ মুজিবুর রহমানছবি: DW/Daud Haider

তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান ও ক্যপ্টেন মনসুর আলী৷ নির্মম এই হত্যাকান্ড বাংলাদেশের ইতিহাসে জেল হত্যাকান্ড নামে পরিচিত৷ ১৯৯৬ সালে জেলহত্যা মামলার বিচার কাজ শুরু হয়৷ আদালত রায় দেন ২০০৪ সালে৷ রায়ে ৩ জনের মৃত্যুদন্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়৷

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হল৷ রায়ে রিসালদার মোসলেহ উদ্দিনের মৃত্যুদন্ড বহাল রেখে বাকি দু'জন দফাদার মারফত আলী ও এলডি আবুল হাসেন মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে৷

অন্যদিকে ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখে ৪ জনকে খালাস দেওয়া হয়৷ খালাস পেয়েছেন সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, শাহরিয়ার রশিদ ও মহিউদ্দিন আহমেদ৷ হাইকোর্টে এই মামলার রায়ে বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আনিসুল হক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন৷ হাইকোর্টে রায়ের রিরুদ্ধে তিনি আপিল করার কথা বলেছেন৷ আনিসুল হক বলেন, স্বাধীনতা বিরোধীরা বারবার রক্ত ঝরাচ্ছে৷ এখনও এর কোন সুবিচার পাওয়া যাচ্ছে না৷