1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জোট গঠনের আলোচনা শুরু করল সিডিইউ- এফডিপি

৬ অক্টোবর ২০০৯

জার্মানির সরকার গঠন নিয়ে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ এবং এফডিপির মধ্যে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে৷ উভয় দলের নেতারা আশা করছেন নানা ইস্যুতে মতানৈক্য সত্ত্বেও শেষ পর্যন্ত তারা একটি জোট গঠন করতে সমর্থ হবেন৷

https://p.dw.com/p/Jye0
বার্লিনে একসঙ্গে তিন নেতা, বাম থেকে এফডিপি নেতা গিডো ভেস্টারভেলে, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং সিএসইউ নেতা হর্স্ট শিহোফারছবি: AP

জার্মানির সরকার গঠনের ক্ষেত্রে একাধিক দলের জোট গঠন বরাবরই হয়ে আসছে৷ দলগুলোর ঐকমত্যের ওপর নির্ভর করে পরবর্তী ৪ বছর দেশটি কিভাবে চলবে৷ তবে এই জোট গঠনের আলাপ আলোচনার বিষয়টি বেশ সময়সাপেক্ষ ব্যাপার৷ যেমন ২০০৫ সালের নির্বাচনের পর মহাজোট সরকার গঠনে একটি ঐকমত্যে আসতে সময় লেগেছিল ৬৫ দিন৷ এবারও খ্রিষ্টীয় গণতন্ত্রী ইউনিয়ন, তাদের সহযোগী খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়ন - সিএসইউ এবং মুক্ত গণতন্ত্রী দলের মধ্যে জোট গঠন করতে কতদিন লাগবে সেটি নির্ভর করছে তাদের আলোচনার গতি প্রকৃতির ওপর৷ তবে যতটুকু জানা গেছে যে সোমবার প্রথম দফার আলোচনা বেশ ভালো ভাবেই এগিয়েছে৷ সিডিইউ নেতা এবং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আশা প্রকাশ করেছেন যে আগামী ৯ই নভেম্বরের আগেই সরকার গঠনে তারা একটি চূড়ান্ত ঐকমত্যে পৌঁছতে পারবেন৷ এ ব্যাপারে ম্যার্কেল বলেন, আমরা প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং আমাদের দেশের উন্নতির দিকে নজর দিতে চাই৷ আমরা স্বচ্ছভাবেই আলোচনা চালিয়ে যাবো৷ অবশ্যই কিছু ক্ষেত্রে দ্বিমত থাকবে তবে আগামী চার বছর যাতে দেশ একটি বোধগম্য নীতির মধ্য দিয়ে চলে সেজন্য ভোটাররা আমাদের ভোট দিয়েছে৷

Flashgalerie Die Woche in Bildern 40_09
জোট করতে চাইলেও উভয় নেতার মধ্যে এখনও অনেক বিষয়ে দ্বিমত রয়েছেছবি: picture-alliance/ dpa

একই আশাবাদ ব্যক্ত করেছেন এফডিপি নেতা গিডো ভেস্টারভেলেও৷ তিনি বলেন, আমরা ভবিষ্যতের জন্য আরো সাহস সঞ্চার করতে চাই৷ আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন৷ কিছু ক্ষেত্রে স্পষ্ট দ্বিমত থাকবে কিন্তু সেগুলো দূর করা সম্ভব৷ আমার বিশ্বাস আমরা একটি ভালো জোট গঠনে সমর্থ হবো৷

বার্লিনে অনুষ্ঠিত সংলাপে দুই দলের মধ্যেই বেশ কিছু ইস্যুতে মতানৈক্য দেখা গেছে৷ এফডিপি চাচ্ছে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে আরো কর হ্রাসে, কিন্তু চ্যান্সেলর ম্যার্কেলের দফতর ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে যে জার্মানির বাজেট ইতিমধ্যেই চাপের মধ্যে আছে৷ এছাড়া স্বাস্থ্য খাতে সংস্কার, সর্বনিম্ন বেতন নির্ধারণ, সন্ত্রাস বিরোধী আইন সহ বেশ কিছু ব্যাপারে দ্বিমত রয়েছে সিডিইউ এবং এফডিপির মধ্যে৷

এদিকে নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত সামাজিক গণতন্ত্রী দল এসপিডির নতুন নেতা হিসেবে মনোনীত হয়েছেন বিদায়ী মহাজোট সরকারের পরিবেশ মন্ত্রী জিগমার গাব্রিয়েল৷ বার্লিনে দলীয় নীতি নির্ধারকদের এক রুদ্ধদ্বার বৈঠকে নতুন নেতা ঠিক করা হয়৷ দলের সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আন্দ্রেয়া নালেজ৷ আর ইতিমধ্যে সংসদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে পরাজিত চ্যান্সেলর পদ প্রার্থী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারের নাম৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই