1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝড়ে ভাঙলো জামে মসজিদের শিখর

৩১ মে ২০২২

মাত্র দুই ঘণ্টার ঝড়ে কার্যত লন্ডভন্ড হলো দিল্লি। ভাঙল জামে মসজিদের শিখর। মৃত দুই।

https://p.dw.com/p/4C4cs
জামে মসজিদ
ছবি: Syamantak Ghosh/DW

সোমবার দিল্লির তাপমাত্রা সকাল থেকেই চড়চড় করে বাড়ছিল। একসময় তা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সঙ্গে অস্বস্তিকর আর্দ্রতা। বেলা আড়াইটে নাগাদ আচমকাই সেই তাপমাত্রায় বদল ঘটে। শুরু হয় ঝড়ের তাণ্ডব। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। আচমকা ঝড়ে লন্ডভন্ড হয় দিল্লির রাস্তা। দিকে দিকে হোর্ডিং ছিঁড়ে যায়। একাধিক জায়গায় গাছ উল্টে যায়। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাব্দীপ্রাচীন জামে মসজিদ। মসজিদের মূল ডোমের উপর যে শিখর তা ভেঙে পড়ে। কয়েকটি পাথরও খসে পড়ে। যার জেরে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে শাহি মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তিনি জানিয়ছেন, পুরাতত্ত্ব বিভাগকে মেরামতির জন্য খবর দেওয়া হয়েছে।

জামে মসজিদ যখন তৈরি হয়েছিল, তখনই তৈরি হয়েছিল মাঝের ডোমের উপর ওই শিখর। প্রায় দশ-বারো ফুটের সেই চূড়াটি এদিন তিন টুকরো হয়ে যায়। প্রথম দুইটি অংশ নীচে পড়ে যায়। একটি অংশ এখনো ডোমের উপরেই ঝুলছে। শাহি ইমামের বক্তব্য, একমাত্র পুরাতত্ত্ব বিভাগই ওই ডোমের সংস্কার করতে পারবে। এর আগে অন্য একটি ঝড়ে মসজিদের আরো একটি ডোম ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এদিকে, প্রবল ঝড়ে দিল্লির দিকে দিকে গাছ ভেঙে পড়েছে। উত্তর দিল্লির আঙ্গুরি বাগে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফুটপাতবাসী ওই বৃদ্ধ গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। সেই গাছ ভেঙেই তার মৃত্যু হয়। অন্য মৃত্যুর ঘটনাটি ঘটেছে জামে মসজিদের কাছে। সেখানে একটি ব্যালকনি ভেঙে বছর পঞ্চাশেকের এক ব্যক্তির মৃত্যু হয়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি লোধি গার্ডেন অঞ্চলে শিলাবৃষ্টিও হয়েছে। তাপমাত্রা এক ধাক্কায় ১৫ ডিগ্রি সেলসিয়াস কমে ২৫ ডিগ্রিতে পৌঁছে যায় বলে জানানো হয়েছে। তবে বৃষ্টিপাত মাঝারি মাপের হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই, ইন্ডিয়ান এক্সপ্রেস)