টাইটানিকের একশো বছর
২৬ মার্চ ২০১২১৯১২ সালের ১৪ই এপ্রিল টাইটানিক বিশাল আইসবার্গ'এর ধাক্কায় বেসামাল হয়ে গিয়েছিল৷ প্রাণ হারিয়েছিলেন প্রায় দেড় হাজার মানুষ৷ উত্তর আয়ারল্যান্ড'এর বেলফাস্ট বন্দর এককালে বিলাসবহুল জাহাজের মূল উৎস ছিল৷ ১০০ বছর আগে সেখান থেকেই বেরিয়েছিল টাইটানিক৷ সেযুগে এমন জাহাজ কেউ দেখে নি৷ সেই ঘটনার শতবর্ষপূর্তি উপলক্ষ্যে এবছর ৩১শে মার্চ শহরে ৬ তলার প্রদর্শনী ভবন উদ্বোধন করা হবে৷ টাইটানিক'এর আদলে তৈরি এই ভবনে ফুটিয়ে তোলা হবে কিংবদন্তী সেই জাহাজেরই পরিবেশ৷ দ্বার খোলার আগেই প্রায় ৮০,০০০ টিকিট বিক্রি হয়ে গেছে৷ রয়েছে কিছু বিলাসবহুল সুইট, যা ভাড়া দেওয়া হবে৷ শুধু প্রদর্শনী নয়, কয়েক মাস ধরে শহরে চলবে টাইটানিক উৎসব৷ তবে এই তো শুরু৷ ব্রিটেনে টাইটানিক'এর ঘটনা অবলম্বনে শুরু হচ্ছে মিউজিক্যাল৷ আইটিভি চ্যানেল আনছে কয়েক পর্বের এক বিশেষ টেলিভিশন সিরিয়াল৷ আর সেই সঙ্গে হলিউড পরিচালক জেমস ক্যামেরন'এর বিখ্যাত ছবি ‘টাইটানিক'এর নতুন থ্রিডি বা ত্রিমাত্রিক সংস্করণও মুক্তি পাচ্ছে৷
ঘটনাটা কাকতালীয় কিনা বলা কঠিন, কিন্তু পরিচালক ক্যামেরন টাইটানিক দুর্ঘটনার ঠিক ১০০ বছর পর নিজেই সমুদ্রের গহ্বরে ডুব দিয়েছেন৷ যে সে সমুদ্র নয়, সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট'এর থেকেও প্রায় ১.৬ কিলোমিটার গভীরে মারিয়ানা ট্রেঞ্চ পর্যন্ত পৌঁছে গেছেন তিনি৷ বিশেষভাবে তৈরি এক ডুবোজাহাজে করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে গিয়ে ছবি তুলেছেন৷ প্রায় ৩ ঘণ্টা কাটিয়ে সোমবার সকালে আবার ভেসে উঠেছে ক্যামেরন'এর ডুবোজাহাজ৷
ন্যাশানল জিওগ্রাফিক'এর এক অভিযানে অংশ নিয়েছেন পরিচালক ক্যামেরন৷ এই প্রথম কোনো মানুষ সমুদ্রের এত গভীরে গিয়ে এত স্পষ্টভাবে সেখানকার পরিবেশ পর্যবেক্ষণ করেছে৷ এর আগে ১৯৬০ সালে সুইস ইঞ্জিনিয়ার জাক পিকার ও মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ডন ওয়্যালশ মারিয়ানা ট্রেঞ্চ পর্যন্ত পৌঁছেছিলেন বটে, কিন্তু মাত্র ২০ মিনিট সেখানে থাকতে পেরেছিলেন তাঁরা৷ কিন্তু তাদের সাবমেরিন জমিতে আঘাত করায় বালি উঠে আশেপাশের পরিবেশ ঘোলাটে করে দিয়েছিল৷ ফলে তাঁরা বিশেষ কিছু দেখতে পান নি৷ ক্যামেরন এবার সেই অসাধ্য সাধন করলেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ