টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২
২২ ডিসেম্বর ২০২২বৃহস্পতিবার ভোরে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ফজলুল হক৷
নিহতরা হলেন-পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে ৩৫ বছর বয়সি মো. সাগর ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে ৩৩ বছর বয়সি মো. সজিব ৷
এসআই ফজলুল হক বলেন, সাগর ও সজিব প্রাইভেটকারে করে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন৷ পথে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অন্য একটি প্রাইভেটকার পাশ কাটানোর চেষ্টা করে৷ এ সময় সাগর ও সজিবদের গাড়িটি মহাসড়কের পাশে নেমে যায়৷
পরে চালক প্রাইভেটকারটি উপরে উঠানোর সময় সাগর ও সজিব গাড়ি থেকে নেমে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন৷ এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনই নিহত হন৷
আইনী প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফজলুল হক৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)