1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আডেলের রেকর্ড

৫ জানুয়ারি ২০১৩

ব্রিটিশ সংগীত তারকা আডেল’এর গ্র্যামি জয়ী ‘২১’ টানা দু’বছর ধরে মার্কিন বিক্রি তালিকায় শীর্ষে রয়েছে৷ ২০১২ সালে মার্কিন তারকা টেইলর সুইফট’এর ‘রেড’ অ্যালবামের চেয়েও বেশি বিকিয়েছে ‘২১’৷ নিলসেন সাউন্ডস্ক্যান জানিয়েছে এই তথ্য৷

https://p.dw.com/p/17EXN
ছবি: AP

১৯৯১ সাল থেকে গানের অ্যালবাম বিক্রির রেকর্ড সংগ্রহ করছে নেলসেন৷ সেই সময় থেকে এখন অবধি অন্য কোন অ্যালবাম টানা দু'বছর বিক্রি তালিকায় শীর্ষে থাকেনি, যা ঘটেছে ‘২১' এর ক্ষেত্রে৷ ‘স্কাইফল' তারকা আডেলের এই অ্যালবামটির ৪.৪১ মিলিয়ন কপি যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে গত বছর৷ ‘রেড' এর ক্ষেত্রে বিক্রির পরিমাণ ৩.১১ মিলিয়ন কপি৷

সামগ্রিকভাবে অবশ্য যুক্তরাষ্ট্রে অ্যালবাম বিক্রির পরিমাণ কমেছে৷ ২০১১ সালে আগের বছরের তুলনায় বিক্রি নাটকীয়ভাবে তিন শতাংশ বাড়লেও পরের বছর আবারো কমেছে চার শতাংশ৷ গত বছর মোট বিক্রির পরিমাণ ছিল ৩১৫.৯৬ মিলিয়ন কপি৷

Screenshot Twitter Adele
বন্ড মুভি স্কাইফলের গান গেয়েছেন আডেলেছবি: Twitter/OfficialAdele

আডেলের ‘২১' অ্যালবামে ‘রোলিং ইন দ্য ডিপ' এবং ‘সামওয়ান লাইক ইউ' গানগুলো রয়েছে৷ ২০১২ সালের শুরুতে এসব গানের জন্য ছয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেন আডেল৷

বিলবোর্ড চার্টের সহযোগী পরিচালক কেইথ কাউলফিল্ড এই বিষয়ে বলেন, ‘‘এধরনের অ্যালবাম অনেকটা ‘জীবনে একবার পাওয়া যায়' ধরনের৷ ইতিহাসে এধরনের অ্যালবাম খুব বেশি নেই''৷

প্রসঙ্গত, সংগীত শিল্পী আডেলের জন্ম ১৯৮৮ সালের ৫ মে৷ ২০০৬ সালে মাইস্পেসে আডেলের একটি গানের ডেমো প্রকাশ করেছিলেন তাঁর এক বন্ধু৷ এরপরই এক্সএল রেকর্ডিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি৷ তাঁর প্রথম অ্যালবাম ‘১৯' বাজারে আসে ২০০৮ সালে৷ বাণিজ্যিকভাবে সফল হয় এটি৷ ২০০৯ সালে সেরা নতুন শিল্পী এবং সেরা নারী পপ ভোকাল পারফর্মেন্সের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেন তিনি৷ এই শিল্পী জার্মানিতেও ব্যাপক জনপ্রিয়৷

এআই / জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য