টয়লেট থেকে মায়ের কোলে
৩১ মে ২০১৩পাঁচদিন ধরে ওই এক বাচ্চাকে নিয়ে অনেক খবর পরিবেশিত হয়েছে, আলোচনা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে চীনের হাজার হাজার মানুষ কাটিয়েছেন ব্যস্ত সময়৷ ছেলেটির মা-বাবা কারা? কেন জন্মের সঙ্গে সঙ্গেই শৌচাগার বা পায়খানার ১০ সেন্টিমিটার পাইপ হলো তার ঠিকানা? ও বাঁচবে তো? ফিরবে তো বাবা-মায়ের কাছে? সব প্রশ্নের জবাব মিলেছে বুধবার৷ মা নিজে পরিবারের অন্য সদস্যদের নিয়ে এসে কোলে তুলে নিয়েছেন ফুটফুটে ছেলেটিকে৷ গাল কাটা আর শরীরে আরো কিছু জায়গায় আঘাত পাওয়া সদ্যোজাত শিশুটিকে পাঁচদিন থাকতে হয়েছে ইনকিউবেটরে৷ তবে চীনের বার্তা সংস্থা জানিয়েছে শিশুটির জীবন এখন শঙ্কামুক্ত৷
এমন শিশুদের ক্ষেত্রে যেমনটি অনুমান করা হয়ে থাকে জিনহুয়া থেকে চীনের বাইরেও বেশ সাড়া জাগানো এই শিশুটির জন্মের পেছনের কাহিনিও তাই৷ ২২ বছরের এক তরুণী অন্তঃসত্ত্বা হয়ে যান অপ্রত্যাশিতভাবে৷ সে অবস্থায় অনেকেই হয়ত গর্ভপাত ঘটান৷ কিন্তু সেই তরুণী তা করেননি৷ হঠাৎ প্রসবযন্ত্রণা শুরু হওয়ায় ছুটে গিয়েছিলেন টয়লেটে৷ বসার পরপরই বাচ্চাটি বেরিয়ে পড়ে যায় নীচে৷ তরুণী মা নাকি বাচ্চাকে ধরে বাঁচানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু ছোট্ট পিচ্ছিল শরীর পিছলে চলে যায় নীচে৷
পরে নিজের সন্তানের উদ্ধারকাজ চলার সময় নাকি কাছেই ছিলেন তিনি৷ বাড়ি ফিরে বাড়িওয়ালার কাছেও বলেছেন দুর্ঘটনাটির কথা৷ সব দেখে পুলিশ নিশ্চিত সন্তানকে জেনেবুঝে হত্যার চেষ্টা তিনি করেননি৷ সুতরাং তরুণীটির বিরুদ্ধে কোনো মামলা হবেনা, যার অর্থ মায়ের কোলেই বেড়ে ওঠার সুযোগ শিশুটি এখন পাবে৷
এসিবি/ডিজি (এএফপি)