ডাকঘর সঞ্চয়পত্রে সুদ হার অর্ধেক হয়ে গেল
১৪ ফেব্রুয়ারি ২০২০বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে৷ বৃহস্পতিবার থেকেই এটি কার্যকর হয়েছে৷
এছাড়া দুই বছর মেয়াদি সঞ্চয়পত্রে সুদের হার ১০ দশমিক ৭০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে পাঁচ শতাংশ করা হয়েছে৷ আর এক বছর মেয়াদির ক্ষেত্রে সুদের হার ১০ দশমিক ২০ শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে৷
আমানতকারী চাইলে প্রতি ছয় মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন৷ সেক্ষেত্রে আগে যে হারে মুনাফা দেয়া হতো সেটিও অর্ধেক হয়ে গেছে৷ এখন থেকে প্রথম বছরে চার, দ্বিতীয় বছরে সাড়ে চার এবং তৃতীয় বছরে পাঁচ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে৷ আগে সেটি ছিল প্রথম বছরে নয় শতাংশ, দ্বিতীয় বছরে সাড়ে নয় এবং তৃতীয় বছরে ১০ শতাংশ৷
এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকঘর সঞ্চয় ব্যাংক বিধি অনুযায়ী পরিচালিত সঞ্চয় স্কিমের সুদের হার কমিয়েছে সরকার। এর মাধ্যমে ডাকঘরে যে সঞ্চয় ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সুদের হার সরকারী ব্যাংকের সুদের হারের সমপর্যায়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু সরকারের যে সঞ্চয়পত্র তার সুদের হার কমানো হয়নি।
জেডএইচ, এফএস/কেএম (আইআরডি)
দেখুন ২০১৮ সালের আগস্টের ছবিঘরটি...