1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাকঘর সঞ্চয়পত্রে সুদ হার অর্ধেক হয়ে গেল

১৪ ফেব্রুয়ারি ২০২০

তিনবছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্রে এতদিন ১১ দশমিক ২৮ শতাংশ হারে সুদ পাওয়া যেত৷ এখন থেকে সুদ পাওয়া যাবে ছয় শতাংশ হারে৷

https://p.dw.com/p/3XlcR
Bangladesch Banknoten in Dhaka
ছবি: FARJANA K. GODHULY/AFP/Getty Images

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে৷ বৃহস্পতিবার থেকেই এটি কার্যকর হয়েছে৷

এছাড়া দুই বছর মেয়াদি সঞ্চয়পত্রে সুদের হার ১০ দশমিক ৭০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে পাঁচ শতাংশ করা হয়েছে৷ আর এক বছর মেয়াদির ক্ষেত্রে সুদের হার ১০ দশমিক ২০ শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে৷

আমানতকারী চাইলে প্রতি ছয় মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন৷ সেক্ষেত্রে আগে যে হারে মুনাফা দেয়া হতো সেটিও অর্ধেক হয়ে গেছে৷ এখন থেকে প্রথম বছরে চার, দ্বিতীয় বছরে সাড়ে চার এবং তৃতীয় বছরে পাঁচ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে৷ আগে সেটি ছিল প্রথম বছরে নয় শতাংশ, দ্বিতীয় বছরে সাড়ে নয় এবং তৃতীয় বছরে ১০ শতাংশ৷

এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকঘর সঞ্চয় ব্যাংক বিধি অনুযায়ী পরিচালিত সঞ্চয় স্কিমের সুদের হার কমিয়েছে সরকার। এর মাধ্যমে ডাকঘরে যে সঞ্চয় ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সুদের হার সরকারী ব্যাংকের সুদের হারের সমপর্যায়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু সরকারের যে সঞ্চয়পত্র তার সুদের হার কমানো হয়নি।

জেডএইচ, এফএস/কেএম (আইআরডি)

দেখুন ২০১৮ সালের আগস্টের ছবিঘরটি... 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য