ডুয়ার্স-কেও স্বপ্ন দেখালেন মমতা
১২ অক্টোবর ২০১১যারা নিজেরা কোনও কাজ করে না, তারাই অন্যের কাজ পন্ড করতে চায়৷ উত্তরবঙ্গে এই কারণেই গত ৩৫ বছরে কোনও ভাল কাজ হতে পারেনি৷ এখনও অনেকে অশান্তি ছড়াতে তৎপর৷ কিন্তু এবার আপনারা ঘুরে দাঁড়ান৷ বন্দুক হাতে নয়, আন্দোলনের জন্য ঘুরে দাঁড়ানো নয়, ঘুরে দাঁড়ান উন্নয়নের জন্য৷ বুধবার ডুয়ার্সের মালবাজারের জনসভায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী আগের দিন দার্জিলিঙের জনসভায় যেমন পাহাড়ের জন্য এক গুচ্ছ উন্নয়ন সাহায্য ঘোষণা করেছেন, এদিনও তার ব্যাতিক্রম হয়নি৷ আগের দিন বলেছিলেন, যদি আন্তরিকভাবে উন্নয়নের কাজ করা হয় তাহলে বিক্ষোভ তৈরি হওয়ার কোনও সুযোগই তৈরি হয় না৷ এদিন মুখ্যমন্ত্রী রীতিমত তথ্য-পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দেন, তাঁর সরকার ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে না৷
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, উত্তরবঙ্গের চা বাগানগুলির পুনরুজ্জীবন করবে তাঁর সরকার৷ দিনমজুরির সমতা, স্বাস্থ্যবীমা ইত্যাদি একগুচ্ছ নতুন প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান৷ জাতিসত্তার ভিত্তিতে উত্তরবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া, আদিবাসীদের অরণ্যের অধিকার স্বীকার করার বলেন মুখ্যমন্ত্রী৷ ঘোষণা করেন রেল-সহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্প৷ তবে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী এদিন সতর্ক করে দেন যে, পাহাড়ে-ডুয়ার্সে উদ্দেশ্যমূলকভাবে ভুল বোঝাবুঝি তৈরি করে বিক্ষোভ ছড়ানোর চেষ্টা হচ্ছে৷ এরকম কোনও অপচেষ্টা দেখলেই সরকারকে জানান, বলেন মুখ্যমন্ত্রী৷
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: দেবারতি গুহ