ডোনাল্ড ট্রাম্প এখনও এগিয়ে
১৬ ডিসেম্বর ২০১৫মঙ্গলবার সিএনএন সঞ্চালকদের পরিচালনায় যে আটজন রিপাবলিকান প্রার্থী টেলিভিশন বিতর্কে নামেন, তাঁদের মধ্যে একমাত্র জেব বুশ-ই ট্রাম্পকে সরাসরি আক্রমণের সাহস পেয়েছেন, বলে পর্যবেক্ষকদের মনে হয়েছে৷
‘‘ডোনাল্ড ভালো মন্তব্য করতে পারে৷ কিন্তু ও একজন বিশৃঙ্খল প্রার্থী এবং পরে একজন বিশৃঙ্খল প্রেসিডেন্ট হবে'', বলেছেন ৬২ বছর বয়সি বুশ৷ যার উত্তরে ৬৯ বছর বয়সের ট্রাম্প জবাব দিয়েছেন, ‘‘ ও ইয়্যা, আর তুমি হবে ‘টাফ গাই'৷'' অন্য প্রার্থীরা ট্রাম্পকে ঘাঁটানো থেকে বিরত থেকেছেন৷
সব মিলিয়ে বছরের শেষ রিপাবলিকান বিতর্ক থেকে ডোনাল্ড ট্রাম্পের জয়যাত্রায় কোনো বাধা পড়েছে বলে মনে হচ্ছে না৷ ট্রাম্প যদি বুদবুদই হন, তবুও তা ফাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, লিখেছে ফাইন্যান্সিয়াল টাইমস৷
আসলে ট্রাম্প-এর যা করার ছিল, তা তিনি গত সপ্তাহেই করেছেন: মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে শুধু অ্যামেরিকা নয়, সারা বিশ্বকে সচকিত করেছেন৷
তার ফলে তাঁকে স্বদেশে ও বিদেশে রোষ থেকে শুরু করে ব্যঙ্গ অবধি সব ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়েছে৷ নোবেল পুরস্কার বিজয়ী অষ্টাদশী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই ট্রাম্প-এর মনোভাবের নিন্দা করে বলেছেন যে, রিপাবলিকান পদপ্রার্থীর মন্তব্য ‘বিদ্বেষপূর্ণ' এবং এর ফলে আরো বেশি সন্ত্রাসবাদী সৃষ্টি হবে৷
গত ৭ই ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করেন৷ তা-তে রিপাবলিকান পদপ্রার্থী হবার প্রতিযোগিতায় তাঁর কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না, সর্বাধুনিক রয়টার্স/ইপসোস জরিপ যার প্রমাণ৷ সেই জরিপে রিপাবলিকান ভোটারদের ৩৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন৷ দ্বিতীয় স্থানে রয়েছেন টেক্সাসের সেনেটর ৪৪ বছর বয়সি টেড ক্রুজ, যিনি কিউবান বংশোদ্ভূত; ক্রুজ-এর সমর্থন ১৫ শতাংশ৷ তৃতীয় স্থানে অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কার্সন, যার সমর্থন ১২ শতাংশ৷ চতুর্থ: আরেক কিউবান বংশোদ্ভূত রাজনীতিক, ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও, এনার বয়সও ৪৪; এবং সমর্থন ১০ শতাংশ৷ তার পরে আসছেন জেব বুশ, যার সমর্থন ৯ শতাংশ৷
ক্রুজ গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি ফান্ড-রেইজিং অনুষ্ঠানে প্রশ্ন তোলেন যে, মার্কিন পারমাণবিক অস্ত্রসম্ভারের দায়িত্ব নেবার মতো বিবেচনাবুদ্ধি ট্রাম্প-এর আছে কিনা৷ মঙ্গলবারের বিতর্কে উভয়ে তা নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেননি৷ তথাকথিত ‘ইসলামিক স্টেট'-এর বিরুদ্ধে সামরিক পন্থা নিয়ে ক্রুজ আর রুবিও-র মধ্যে বুনিয়াদি ফারাক হলো এই যে, ক্রুজ চান আইএস-এর এলাকার ওপর ব্যাপক বোমাবর্ষণ আর রুবিও চান সেই সঙ্গে স্থলসৈন্য৷
ওদিকে ডোনাল্ড ট্রাম্প-এর নয়া প্রস্তাব হলো, আইএস-এর এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হোক৷
ট্রাম্পের মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার পরিকল্পনা সম্পর্কে আপনার মতামত চাই৷ লিখুন নীচের ঘরে৷
এসি/ডিজি (রয়টার্স, এপি)