ইসলাম-বিদ্বেষের প্রতিক্রিয়া
১০ ডিসেম্বর ২০১৫ট্রাম্প তাঁর বৈষম্যমূলক আচরণের মাধ্যমে অ্যামেরিকার মৌলিক মূল্যবোধের ক্ষতি করছেন এবং তথাকথিত ইসলামিক স্টেট-এর ভাবাদর্শকে কার্যত বৈধতা দিচ্ছেন – এমন অভিযোগ বার বার উঠে আসছে৷ বিশিষ্ট সাংবাদিক টমাস ফ্রিডম্যান #YouAintNoAmericanBro হ্যাশট্যাগ ব্যবহার করে ট্রাম্প-এর মন্তব্যের সুদূরপ্রসারী প্রভাব তুলে ধরেছেন৷
একই হ্যাশট্যাগের আড়ালে একটি ভিডিও শেয়ার করছেন অনেকে, যাতে অ্যামেরিকার জাতীয় প্রতীক ঈগল ট্রাম্প সম্পর্কে অনীহা প্রকাশ করছে৷
অ্যামেরিকার প্রভাবশালী টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেলি শো' ট্রাম্প-কে ‘শ্বেতাঙ্গ' আইসিস হিসেবে তুলে ধরেছে৷
ফেসবুক-এর কর্ণধার মার্ক সাকারবার্গ তীব্র ভাষায় মুসলিম-বিদ্বেষের সমালোচনা করেছেন৷
ইসলাম ধর্মের মাহাত্ম্য তুলে ধরে ট্রাম্প-এর বিরোধিতা করেছেন মহম্মদ আলী৷
ট্রাম্প-এর মন্তব্যের বিরোধিতায় এগিয়ে এসেছেন এমন কিছু ব্যক্তি, যাঁদের নিজস্ব চরমপন্থি অবস্থান বার বার সমালোচনার মুখে পড়েছে৷
ব্রিটেনে ট্রাম্প-কে প্রবেশ বন্ধ করতে একটি পিটিশনে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়েছে৷
ট্রাম্প-এর মুসলিম বিরোধী মন্তব্যের পক্ষেও অ্যামেরিকায় যথেষ্ট সমর্থন দেখা যাচ্ছে৷
ভারতীয় চলচ্চিত্র পরিচালক রমেশ শর্মা মনে করিয়ে দিচ্ছেন, যে সময়ে ট্রাম্প-এর প্রতি এমন তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, ঠিক সেই সময়েই জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মুসলিম শরণার্থীদের প্রতি মানবিকতা দেখিয়ে টাইমস পত্রিকার বর্ষসেরা খেতাব পেয়েছেন৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ