ঢাকার গোলাপবাগে বিএনপির সমাবেশে জনতার ঢল
অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে ঢাকার গোলাপবাগে বিএনপির সমাবেশে অনুষ্ঠিত হয়েছে । সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। গোলাপবাগের সমাবেশ ঘুরে ছবিগুলো তুলেছেন মর্তূজা রাশেদ।
নারী কর্মীদের অংশগ্রহণ
বিএনপির বিভাগীয় সমাবেশে পুরুষ নেতা-কর্মীদের পাশাপাশি নারী সমর্থকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। সমাবেশ থেকে বর্তমান সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পাশাপাশি আটক দলটির নেতাকর্মী এবং মানবাধিকার কর্মী, সাংবাদিক ও আলমদের মুক্তিসহ ১০ দফা দাবি জানানো হয়েছে৷
সকাল থেকে ভিড়
ভোর থেকেই ব্যানারে পোস্টারে দলে দলে সমর্থকেরা জড় হতে থাকেন সমাবেশস্থলের দিকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোলাপবাগের মাঠ
জিয়ার নামে ধ্বনি
বিএনপি নেতা-কর্মীদের স্লোগানে ছিল তারেক রহমান, খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে বেশ কিছু দিন ধরে সরকার ও বিএনপির মধ্যে উত্তেজনা চলছিল। পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে বিকল্প ভেন্যু নিয়ে আলোচনার মাঝেই বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় পুলিশ৷ সেসময় সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অনেকে আহত হন৷
বিরোধিতা চরমে, হাল ছাড়বে না সমর্থকরা
‘যত অবরোধ-ই দেক আর গাড়ি বন্ধ রাখুক, সরকার আমাদের নিবেদিত কর্মীদের আটকাতে পারবে না,’ এ কথা বলেন চরফ্যাশন থেকে আসা কর্মী মোঃ আব্দুস সামাদ।
পুলিশি তৎপরতা
সমাবেশস্থল পুলিশ, আনসার-বিজিবি সদস্য এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দ্বারা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল।
আশপাশে কী পরিস্থিতি
গোলাপবাগে সমাবেশস্থল ছাড়াও মাদারটেক, গোপীবাগ, মানিকনগর এবং কমলাপুরসহ আশেপাশের ৪-৫ কিলোমিটার জায়গাজুড়ে বিএনপির সমর্থকদের উপস্থিতি ছিল। এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল৷
রাত থেকে ভিড়
তিলধারণের জায়গা নেই সমাবেশস্থলে। শুক্রবার বিকেল থেকেই নেতা-কর্মীরা মাঠে আসা শুরু করে এবং সেখানেই কাগজ, বাঁশের চাটাই বিছিয়ে রাতযাপন করে। সমাবেশে আসার পথে পুলিশ ও ক্ষমতাসীনদের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থকেরা।
পদত্যাগের ঘোষণা
সমাবেশের মঞ্চ থেকে বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। তারা জানিয়েছেন যে, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
র্যাবের টহল হেলিকপ্টার
গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে র্যাবও। আকাশপথে নজরদারি চালিয়ে যাচ্ছে তারা।
সমাবেশ পূর্ণ, অন্যত্র রাস্তাঘাট ফাঁকা
গোলাপবাগ মাঠ এবং আশেপাশের এলাকায় জনতার ঢল নামলেও শহরের অন্যত্র বিভিন্ন স্থানে রাস্তাঘাট ফাঁকা ছিল সকালের দিকে। গণপরিবহণের অভাবে জনভোগান্তি চরমে ওঠে। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল অনেক কম। ঢাকার গোলাপবাগে বিএনপির সমাবেশ চলাকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ।
রিকশা, ভ্যানই ভরসা
বড় গণপরিবহন না থাকায় কেউ কেউ যাতায়াতের জন্য ভ্যান, অটোরিকশা এবং পিকআপে ব্যবহার করেছেন। কারো নির্দেশনায় বাস চলাচল বন্ধ ছিল কিনা নিশ্চিত হওয়া যায়নি৷