1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী সাংসদদের সম্মেলন

৯ জুলাই ২০১২

সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার নারী সাংসদদের নিয়ে ঢাকায় একটি সম্মেলন শুরু হয়েছে৷ বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বেশ কয়েকজন সাংসদ সম্মেলনে যোগ দিয়েছেন৷

https://p.dw.com/p/15Tiy
SBB-64333 : Parliament House in Dhaka ; Bangladesh picture-alliance/Dinodia Photo
ছবি: picture-alliance/Dinodia Photo

উন্নয়ন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়ার নারী সংসদ সদস্যদের নিয়ে রবিবার ঢাকায় একটি সম্মেলন শুরু হয়েছে৷ জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সম্মেলনের উদ্বোধন করে বলেন, ‘‘দক্ষিণ এশিয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ অগ্রদূত ভূমিকা পালন করেছে৷ রাজনীতিতে নারী নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১১তম৷''

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চারদিন ব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে সাজেদা চৌধুরী আরও বলেন, ‘‘আমাদের ৬৯ জন নারী সংসদ সদস্য, যা সংসদের ২০ শতাংশ৷ ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে সাতজন নারীর বিজয়ী হওয়ার মাধ্যমে এর যাত্রা শুরু হয়৷''

সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউকেএআইডি ও ইউএসএআইডি৷ আর আয়োজন করেছে এশিয়া ফাউন্ডেশন৷ স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় সংসদের সচিব মাহফুজুর রহমান৷ সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী৷ এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সুজান সিসকেল ও ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক ল বক্তব্য রাখেন৷ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ৬০ জন এবং ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে ৪০ জন নারী সংসদ সদস্য সম্মেলনে যোগ দিয়েছেন৷

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় মার্কিন দূতবাসের চার্জ দি অ্যাফেয়ার্স নিক ডিন বলেন, এ সম্মেলনের আলোচনার প্রধান ক্ষেত্র হচ্ছে শান্তি, উন্নতি ও গণতন্ত্র৷ এ সম্মেলনে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন৷ তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ২২ শতাংশ নারী সংসদ সদস্য৷ এছাড়া আলজেরিয়ার ৩০ শতাংশ, উগান্ডার ৫৬ শতাংশ রয়েছে৷ সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন উগান্ডা, ভারত, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা৷''

সম্মেলনে আফগানিস্তান থেকে যোগ দিয়েছেন দেশটির সংসদ সদস্য শুকরাইয়া বারাকজাই৷ তিনি আফগানিস্তানে আয়না-ই-জান নামের সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন৷ এতে নারীর অধিকার বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়৷ তিনি ২০০৪ সালে প্রথম বারের মতো নিম্নকক্ষ পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য