ঢাকায় প্রতীক বরাদ্দ ও নির্বাচনি প্রচারণা
ঢাকা মহানগরের সংসদীয় ১৫টি আসনের প্রার্থীদের প্রতীক দেওয়া শুরু হয়েছে ১৮ ডিসেম্বর, সোমবার থেকে। প্রতীক বরাদ্দ শুরুর পর নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের পক্ষে প্রচারও শুরু হয়ে গেছে৷ দেখুন ছবিঘরে....
মোট প্রতীক
ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসন পর্যন্ত মোট ১৫টি আসনে রাজনৈতিক দলের জন্য ৪৪টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ২৫টি প্রতীক বরাদ্দ করা হয়।
জাসদের মশাল
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদে মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ-এর পক্ষে মশাল প্রতীক বরাদ্দ পান।
তৃণমূল বিএনপির সোনালি আঁশ
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদে এম এ ইউসুফ তৃণমূল বিএনপি-র পক্ষে সোনালি আঁশ প্রতীক পান।
চিত্রনায়ক ফেরদৌসের হাতে নৌকা
ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ৷ দুপুরে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নৌকা প্রতীক নেন।
উপচে পড়া ভিড়
ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে প্রার্থী, সাংবাদিক, প্রার্থীর সমর্থকদের ছিল উপচে পড়া ভিড়।
নারী প্রার্থী
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন নারী প্রার্থীকে ট্রাক প্রতীক গ্রহণ করতে দেখা যায়।
বিএনএফ-এর টেলিভিশন মার্কা
ঢাকা–১৮ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টে(বিএনএফ)-এর প্রার্থী হিসেবে এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন মার্কা পান।
সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী
ঢাকা-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী হিসেবে সালেহ আহমেদ সোহেল ছড়ি মার্কা প্রতীক গ্রহণ করেন।
একতারা মার্কা সুপ্রিম পার্টির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহ আলম একতারা প্রতীক গ্রহণ করেন।
এলপিপি প্রার্থী পেলেন আম
ঢাকা-৭ আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র মাসুদ পাশা আম প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পান।
নির্বাচনি প্রচার শুরু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিস থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর অনেক প্রার্থীই দুপুর ১২টার পর থেকে বিভিন্ন এলাকায় পোস্টার এবং ব্যানার লাগাতে শুরু করেন।