ঢাকায় স্মার্ট ফোন এক্সপো
১২ জানুয়ারি ২০১৩বাংলাদেশে সরকার নিয়ন্ত্রিত মোবাইল ফোন কোম্পানি টেলিটক এ পর্যন্ত ১ লাখ গ্রাহকের কাছে থ্রি জি সিম বিক্রি করছে৷ আর তাই স্মার্ট ফোনের চাহিদা বাড়ছে ক্রমশই৷ কারণ, স্মার্ট ফোন আর থ্রি জি এক সঙ্গে চলে৷ ঢাকায় স্মার্ট ফোন মেলার প্রথমদিনই দর্শকদের ভিড় প্রমাণ করে যে নতুন এই প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে৷
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজকদের একজন মুহাম্দ খান জানালেন, মেলার স্টল আর বৈচিত্র্য সম্পর্কে৷ আর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বললেন তাঁদের স্মার্ট ফোন সম্পর্কে৷ জানালেন, এখন এর দাম সাধ্যের মধ্যেই৷
অ্যাপ্লিকেশন সফটওয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মো. আসিফ জানালেন স্মার্ট ফোন এবং থ্রি জি'র সঙ্গে তাদের সম্পর্কের কথা৷
এছাড়া, টেলিটক-এর জিএম হাবিবুর রহমান জানান, স্মার্ট ফোনের দুনিয়া সম্পর্কে৷ তিনি জানান, স্মার্ট ফোন আর থ্রি জি মিলে হাতেই চলে আসবে গোটা দুনিয়া৷ ভবিষ্যতে এই সেবা হবে আরো বিস্তৃত, বলেন তিনি৷
স্মার্ট ফোন এক্সপো চলবে রোববার পর্যন্ত৷ চাইলে আপনিও একবার ঘুরে আসতে পারেন!