তথ্য উপাত্ত দিয়েই টিপাই মুখ বাঁধের ক্ষতি তুলে ধরতে হবে
২২ আগস্ট ২০০৯বিজ্ঞাপন
ডয়চে ভেলেকে ড. আইনুন নিশাত বলেন, শুধু ভারত বিরোধীতায় অবতীর্ণ না হয়ে আন্তর্জাতিক নদী অববাহিকা ব্যবস্থার দিকে জোর দিতে হবে৷ আর এ জন্য আলাপ আলোচনা হতে হবে দুই দেশের মধ্যে৷ সেটি হতে পারে পারে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অথবা পানি সম্পদমন্ত্রী পর্যায়ে৷ সংসদীয় দলের টিপাই মুখ বাঁধ পরিদর্শন কোন ফল বয়ে আনবে না৷
ড. আইনুন নিশাত বলেন, টিপাই মুখ বাঁধ হলে আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হব তা সুনির্দিষ্টভাবে বের করতে হবে৷ আমরা যে ক্ষতির পরিমাণ বলব আমাদের তা তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে৷ আইনুন নিশাত বলেন, ভারতের কাছে আমাদের একটিই দাবি, তারা যেন আন্তর্জাতিক নদী আইন ও অববাহিকা ব্যবস্থাপনা মেনে চলেন৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম