তদন্তের নামে নতুন ‘গেম’ কিনা সন্দেহ রোহিঙ্গাদের
১৭ জুলাই ২০১৯আইসিসির ডেপুটি প্রসিকিউটর জেমস ক্রিকপ্যাট্রিক স্টুয়ার্টের নেতৃত্বে মঙ্গলবার রাতে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে৷ তারা ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন৷ বুধবার সকালে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন৷ আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে৷ তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন৷
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি৷ তবে বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে, রোহিঙ্গাদের নির্যাতনের ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত শুরুর আগে তারা বাংলাদেশে একটি অফিস চালু করতে চায়৷ আর এ নিয়ে একটি চুক্তিও সই করতে ইচ্ছুক তারা৷ তারা রোহিঙ্গা ক্যাম্পে স্বাধীনভাবে তদন্ত করতে চায়৷ জানা গেছে তাদের নিয়ম অনুযায়ী সেই চুক্তিটি করতে পরারাষ্ট্র, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি প্রয়োজন৷ তদন্ত চালিয়ে যাওয়া, সাক্ষি সুরক্ষা এবং তদন্তকারীদের কূটনৈতিক সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে চুক্তিটি চায় আইসিসি৷
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে গণহত্যা ও মানবাবিরোধী অপরাধ হয়েছে বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ খুঁজে পাওয়ায় দুই সপ্তাহ আগে আইসিসির কাছে তদন্তের অনুমতি চেয়েছেন আদালতের প্রসিকিউটর ফেতু বেনসুদা ৷ আইসিসি প্রতিনিনিধি দল এর আগে মার্চেও একবার বাংলাদেশে এসেছিল৷
তদন্ত শুরুর এই প্রক্রিয়ার খবর বাংলাদেশে কক্সবাজারে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শরনার্থীরাও পেয়েছেন৷ তারাও জেনেছেন যে আইসিসি প্রতিনিধি দল ক্যাম্পে যাবে৷ রোহিঙ্গাদের কথা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আছে৷ এগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বার বার সংগ্রহ করেছে৷ কিন্ত রোহিঙ্গাদের মধ্যে এ নিয়ে আস্থার অভাব আছে৷ বরং তাদের মধ্যে আশঙ্কা এটা নতুন কেনো ‘গেম'-এর অংশ কিনা৷
কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা শরনার্থী ইউনূস আরমান বলেন, ‘‘জাতিসংঘ, ওআইসি, আইসিসি এর আগেও আমাদের এখানে এসেছে৷ ২০১৭ সালে কফি আনান কমিশনের প্রতিবেদন দেয়া হয়৷ তারা কিন্তু মিয়ানমারের ওপর কোনো চাপ দিচ্ছেনা৷ মিয়ানমারে এখনো রোহিঙ্গাদের ওপর নির্যাতন করা হচ্ছে৷ তারা আসেন৷ আশ্বাস দেন ৷ চলে যান৷ কোনো কাজ হয় না৷ আমাদের তাই সন্দেহ এই নতুন তদন্ত আবার কোনো গেম কিনা৷''
তিনি বলেন, ‘‘তারপরও আমরা আশাবাদী৷ তারা চাইলে আমরা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ নিয়ে প্রস্তুত আছি৷ মিয়ানমারে ধর্ষণের শিকার নারী ও তাদের সন্তানেরা ক্যাম্পে ক্যাম্পে৷''
নোম্যান্সল্যান্ডে ২০১৭ সালের অগাস্ট থেকে অবস্থান করছেন দিল মোহাম্মদ৷ তিনি বলেন,‘‘এর আগে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আমাদের কাছে এসেছিল৷ আমরা আমাদের ওপর নির্যাতন ও গণহত্যার কথা বলেছি৷ প্রমাণও দিয়েছি৷ এবার আসবে কিনা জানি না৷ তকে আসলে আমরা তথ্য প্রমাণ দিতে পারব৷''
রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হলে তা কতদিন লাগতে পারে তা এখনো নিশ্চিত নয়৷ আর তদন্ত পদ্ধতি কি হবে তাও জানা যায়নি৷ আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন,‘‘আইসিসি ৪ ধরণের অপরাধের তদন্ত ও বিচার করে৷ যুদ্ধাপরাধ, গণহত্যা, আগ্রাসন ও শান্তির বিরুদ্ধে মানবাতাবিরোধী অপরাধ৷ মিয়ানমারে বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে৷ আর এই তদন্ত এখন আইসিসি নিজে থেকেই করতে চায়৷ দ্বিপাক্ষিকভাবে মেটানোর কথা বলে বাংলাদেশ মামলা করতে যায়নি৷ এখন বাংলাদেশের উচিত হবে আইসিসিকে সব ধরণের সহায়তা করা৷''
তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশ সরকারের কাছে যেসব ডকুমেন্ট আছে৷ কোনো বেসরকারি উদ্যোগে যদি কোনো ডকুমেন্ট সংগ্রহ করা হয়ে থাকে তা যাতে আইসিসির তদন্তকারীরা পান সেই সহযোগিতা করতে হবে৷ তাদের স্বাধীন তদন্তে সরকার সহযোহিতা করা উচিত৷''