তরুণরা আমার ভুল থেকে শিক্ষা নিক: আইসিসিকে সাকিব
২৯ অক্টোবর ২০১৯সাকিব সব অভিযোগ স্বীকার করেছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷
কী বলেছেন সাকিব?
বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে অভিযোগের ব্যাপারে সাকিবের মন্তব্যও৷ ডয়চে ভেলের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:
‘‘আমি যে খেলাটি ভালোবাসি, তা থেকে নিষিদ্ধ হয়ে আমি অবশ্যই খুব মর্মাহত৷ কিন্তু আমি (ফিক্সিং-এর প্রস্তাব পাওয়ার কথা) না জানানোর জন্য যে শাস্তি, তা মাথা পেতে নিচ্ছি৷ আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) দুর্নীতিবিরোধী লড়াইয়ে খেলোয়াড়দের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি ভরসা করে৷ আমি এই ক্ষেত্রে আমার কর্তব্য পালন করিনি৷''
সাকিব বলেন, ‘‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও ভক্তের মতো আমিও ক্রিকেটকে দুর্নীতিমুক্ত দেখতে চাই৷ আমি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমকে সমর্থন জানাই৷ তরুণ খেলোয়াড়রা যাতে আমার মতো একই ভুল না করে, তা আমি নিশ্চিত করতে চাই৷''
যা বলছে আইসিসি
আইসিসির আনুষ্ঠানিক বক্তব্যও জুড়ে দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে৷
আইসিসির জেনারেল ম্যানজার (ইনটেগ্রিটি) অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘‘সাকিব আল হাসান অত্যন্ত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার৷ তিনি অনেক শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং কোড অনুসারে তার দায়িত্ব সম্পর্কে তিনি সচেতন৷ (জুয়াড়িুদের) প্রতিটি প্রস্তাব তার অবশ্যই জানানো উচিত ছিল৷''
মার্শাল বলেন, ‘‘সাকিব তার ভুল স্বীকার করে নিয়েছেন এবং তদন্তে পূর্ণ সহায়তা করেছেন৷ তরুণ খেলোয়াড়দের তার ভুল থেকে শেখার বিষয়ে অনুপ্রাণিত করতে ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমে ইনটেগ্রিটি ইউনিটকে সার্বিক সহায়তার প্রস্তাবও দিয়েছেন তিনি৷ আমি এ প্রস্তাবকে স্বাগত জানাই৷''
এডিকে/এসিবি (আইসিসি)