তারেক রহমানের অনুপস্থিতিতেই হতে পারে বিচার
১১ আগস্ট ২০১১একুশে আগস্টের বিস্ফোরক মামলায় আজ বিচারক জহুরুল হকের আদালতে পলাতক আসামিদের ব্যাপারে তাদের রিপোর্ট পেশ করে সিআইডি৷ সিআইডি জানায়, তারেক রহমান এবং হারিছ চৌধুরীসহ পলাতক ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায়নি৷ কারণ, তাঁদের কাউকেই দেশে তাঁদের স্থায়ী এবং অস্থায়ী কোনো ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি৷ আদালত সিআইডি'র রিপোর্ট আমলে নিয়ে তাঁদের পলাতক দেখিয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়৷ রাষ্ট্র পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জানান, তারেক রহমানসহ পলাতক আসামিদের অনুপস্থিতিতেই এখন বিচার হবে৷ আর পলাতকরা আদালতে আত্মসমর্পণ না করে তাঁদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করতে পারবেন না৷
তবে তারেক রহমানের আইনজীবী সানউল্লাহ মিয় দাবি করেন যে, তারেক রহমান পলাতক নন৷ তিনি উচ্চ আদালতের নির্দেশে বৃটেনে চিকিৎসাধীন আছেন৷ তাঁকে বেআইনিভাবে পলাতক দেখানো হয়েছে৷
আজ ১২ জন পলাতক আসামির বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশের আদেশের সময়, এ মামলায় গ্রেফতার ৩২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন৷ গত ৩রা জুলাই পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত৷ উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ