1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারেক রহমানের অনুপস্থিতিতেই হতে পারে বিচার

১১ আগস্ট ২০১১

একুশে আগস্টের গ্রেনেড হামলার বিস্ফোরক মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ১২ জনকে পলাতক দেখিয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/12Eww
Tarique Rahman, Sohn von ex-Premier Bangladesh Khaleda Zia, verhaftet am 08.03 // Uebertragung der Rechte dieses Bildes an DW-Online "Maskwaith Ahsan" An: "southasia@dw-world.de" Kopie: Blindkopie: -------------------------------------------------------------------------------- Datum: Freitag, März 09, 2007 10:53AM Thema: Tariq's pic I hereby declare that the attached photograph was taken by me and could be used for DW online archive. Maskwaith Ahsan Editor, South Asia, Bengali Anhänge:(Klicken Sie zum Starten auf den Dateinamen) unbenannt1.jpg
তারেক রহমানছবি: DW

একুশে আগস্টের বিস্ফোরক মামলায় আজ বিচারক জহুরুল হকের আদালতে পলাতক আসামিদের ব্যাপারে তাদের রিপোর্ট পেশ করে সিআইডি৷ সিআইডি জানায়, তারেক রহমান এবং হারিছ চৌধুরীসহ পলাতক ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায়নি৷ কারণ, তাঁদের কাউকেই দেশে তাঁদের স্থায়ী এবং অস্থায়ী কোনো ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি৷ আদালত সিআইডি'র রিপোর্ট আমলে নিয়ে তাঁদের পলাতক দেখিয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়৷ রাষ্ট্র পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জানান, তারেক রহমানসহ পলাতক আসামিদের অনুপস্থিতিতেই এখন বিচার হবে৷ আর পলাতকরা আদালতে আত্মসমর্পণ না করে তাঁদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করতে পারবেন না৷

তবে তারেক রহমানের আইনজীবী সানউল্লাহ মিয় দাবি করেন যে, তারেক রহমান পলাতক নন৷ তিনি উচ্চ আদালতের নির্দেশে বৃটেনে চিকিৎসাধীন আছেন৷ তাঁকে বেআইনিভাবে পলাতক দেখানো হয়েছে৷

আজ ১২ জন পলাতক আসামির বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশের আদেশের সময়, এ মামলায় গ্রেফতার ৩২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন৷ গত ৩রা জুলাই পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত৷ উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ