তারেক রহমান গ্রেনেড হামলার সঙ্গে জড়িত না: বিএনপি
২৯ সেপ্টেম্বর ২০১১আজ এর জবাবে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের কোন আইনগত ভিত্তি নেই৷ আর তারেক রহমান যে ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় জড়িত তার একাধিক প্রমাণ আছে৷
বুধবার মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের আবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, তারেক রহমান ২১শে আগষ্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত নন৷ তিনি আশঙ্কা করেন, এর পর মুফতি হান্নানের ওপর নির্যাতন আরো বেড়ে যাবে৷ এর জবাবে আজ আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলেন, মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের আবেদনের কোন আইনগত ভিত্তি নেই৷ আর ওই আবেদনে তার কোন সাক্ষর নেই৷ আবেদনটি আদালতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেও পাঠান হয়নি৷
আইন প্রতিমন্ত্রী বলেন, শুধু মুফতি হান্নানের জবানবন্দি নয় আরো কয়েকজনের জবানবন্দিতে নিশ্চিত হওয়া গেছে যে তারেক রহমান ২১শে আগষ্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত৷
তারেক রহমান ২১শে আগষ্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত নয় বলে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি আইন প্রতিমন্ত্রীর৷ তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপপ্রচার বন্ধের আহ্বান জানান৷
এ্যাডভোকেট কামরুল বলেন তারেক রহমান যদি নির্দোষই হন তাহলে তার আদালতে আত্মসমর্পণ করা উচিত৷ আদালতেই প্রমাণ হবে তিনি জড়িত কিনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন