1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরে নিহত ৯২৩ আফগান শিশু!

৬ ফেব্রুয়ারি ২০১৭

আফগানিস্তানে সরকারি বাহিনীর আগমন ঠেকাতে দেশজুড়ে স্থলমাইন বসিয়েছে তালেবান৷ এগুলোর বিস্ফোরণে ২০১৬ সালে ৯২৩ শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

https://p.dw.com/p/2X327
Höhlen in Afghanistan Bamiyan Kind
ছবি: DW/N. Behzad

সোমবার ‘ইউনাইটেড নেশনস অ্যাসিস্টেন্স মিশন ইন আফগানিস্তান' ইউএনএএমএ-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়৷ এই সময়ে ২,৫৮৯ জন শিশু আহত হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ৷ ‘‘বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে স্থলমাইনের আঘাতে প্রাণ হারানো ছাড়াও অনেক শিশু অন্ধ ও পঙ্গু হয়ে গেছে,'' বলে জানান মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার জায়েদ আল হুসেইন৷

জাতিসংঘ বলেছে, ২০১৬ সালে আফগানিস্তানে রেকর্ড সংখ্যক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে৷ শিশুসহ হতাহতের সংখ্যা মোট ১১,৪১৮ জন৷ এই সংখ্যা ২০১৫ সালের তুলনায় ছয় শতাংশ বেশি৷ নিহতদের মধ্যে নারী আছেন ৩৪১ জন, ২০১৫ সালের তুলনায় যা দুই শতাংশ কম৷

হতাহতের কারণ...

প্রধান কারণ আফগান বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ৷ তারপরেই আছে তালেবানের পুঁতে রাখা স্থলমাইন৷ মার্কিন ও আফগান বাহিনীর আকাশ হামলার কারণেও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন৷

তুষারধ্বস ও ভারী তুষারপাতে নিহত কমপক্ষে ১১৯

সপ্তাহান্তে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাত ও তুষারধ্বসে কমপক্ষে ১১৯ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷ দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ২২টি এই ধরনের দুর্যোগের শিকার হয়৷ জমে যাওয়া তুষারের উচ্চতা কোথাও কোথাও দুই মিটার হয়েছে৷ তুষারধ্বসের কারণে অনেক স্থানে বাড়িঘরের ছাদ ভেঙে গেছে, কোথাও আবার যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য