তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে অনড় বাংলাদেশ সরকার
৯ সেপ্টেম্বর ২০১১ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বাংলাদেশ সফরের উপর বৃহস্পতিবার সন্ধ্যায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, তিস্তার পানিবণ্টন হতে হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে৷ বাংলাদেশ এক্ষেত্রে কোন ছাড় দেবেনা৷ তিনি বলেন, শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে চুক্তি না হলেও এর দায় দায়িত্ব ভারত সরকারের উপরই বর্তায়৷
মিজারুল কায়েস বলেন, মনমোহনের বাংলাদেশ সফর শতভাগ সফল না হলেও একে পুরোপুরি ব্যর্থ বলা যাবেনা৷ তার মতে, অপদখলীয় জমি হস্তান্তর, ছিটমহল বিনিময়, ব্যবসা-বানিজ্য নিয়ে সেসব প্রটোকল ও সমঝোতা স্মারক সই হয়েছে তার সুফল পাবে দু'দেশের মানুষ৷ তিনি বলেন, ট্রানজিট নিয়ে পূর্ণ প্রস্তুতি না থাকায় লেটার অব এক্সচেঞ্জ বিনিময় হয়নি৷
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ৬৫ দফা যৌথ ঘোষণা এই অঞ্চলের মানুষের জন্য আশার সঞ্চার করেছে৷ দু'দেশের উন্নয়ন এবং সম্পর্ক আরো বাড়াতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন