1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে হামলার জন্য কে দায়ী?

১৮ ফেব্রুয়ারি ২০১৬

আংকারায় গাড়িবোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হওয়ার পরই কুর্দিদের ওপর হামলা শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী৷ কিন্তু পিকেকে জানিয়েছে, হামলার সঙ্গে তারা জড়িত নয়৷ আইএস-ও দায় স্বীকার করেনি৷ কে চালালো হামলা?

https://p.dw.com/p/1HxGi
Türkei Anschlag in Ankara brennender Bus
ছবি: Reuters/Ihlas News Agency

তুরস্কে সাম্প্রতিক বেশ কিছু রক্তক্ষয়ী হামলার জন্যই তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে দায়ী করা হয়৷ বুধবার রাজধানী আংকারার কেন্দ্রস্থলের এক ব্যস্ত রাস্তায় গাড়িবোমা বিস্ফোরণে এ পর্যন্ত যে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের বেশিরভাগই সেনা সদস্য৷ আইএস এ হামলা সম্পর্কে এখনো কোনো বিবৃতি দেয়নি৷

গাড়ি বিস্ফোরিত হওয়ার মুহূর্তে সেনাবাহিনীর একটি ভ্যান ঘটনাস্থল অতিক্রম করছিল৷

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়৷ হামলার কিছুক্ষণ পরই তুরস্কের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা আরটিইউকে রক্তক্ষয়ী এ হামলার খবর প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ এক বিবৃতির মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়৷

Türkei Ankara Erdogan Hauptquartier Gendarmerie Polizeitruppen
ছবি: Reuters/K. Ozer//Presidential Palace

এদিকে আংকারায় ভয়াবহ এ বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে৷ জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়াসহ অনেক দেশই জানিয়েছে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তারা তুরস্কের পাশে আছে৷

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু এবং প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান তাঁদের রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন৷ প্রধানমন্ত্রী দাভুতোগলুর ইউরোপীয় সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে আসার কথা ছিল৷ অন্যদিকে প্রেসিডেন্ট এর্দোয়ানের রাষ্ট্রীয় সফরে আজারবাইজানে যাওয়ার কথা৷ সফর দুটি বাতিল করার পর সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জয়ী হওয়ার জন্য তুরস্ক আরো জোরদার প্রয়াস চালাবে বলেও জানিয়েছেন তাঁরা৷ প্রধানমন্ত্রী দাভুতোগলু আংকারার এ হামলার জন্য তুরস্ক ও সিরিয়ার কুর্দিদের দায়ী করেছেন৷

তবে কুর্দিদের নিষিদ্ধ সংগঠন পিকেকে-র প্রথম সারির এক নেতা বলেছেন, বুধবারের হামলাটি কে চালিয়েছে তা তারা জানেন না৷ তিনি অবশ্য এ কথাও বলেছেন যে, সাম্প্রতিক সময়ে তুরস্ক কুর্দিদের ওপর যে হামলা চালাচ্ছে এ হামলা তার প্রতিক্রিয়াও হতে পারে৷ পিকেকে-র কমান্ডার চেমিল বায়িক অবশ্য সরাসরিই বলেছেন, এ হামলার সঙ্গে তাদের সংগঠন জড়িত নয়৷

তুরস্ক ইতিমধ্যে কুর্দিদের ওপর হামলা শুরু করেছে৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান