তুরস্কে হামলার জন্য কে দায়ী?
১৮ ফেব্রুয়ারি ২০১৬তুরস্কে সাম্প্রতিক বেশ কিছু রক্তক্ষয়ী হামলার জন্যই তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে দায়ী করা হয়৷ বুধবার রাজধানী আংকারার কেন্দ্রস্থলের এক ব্যস্ত রাস্তায় গাড়িবোমা বিস্ফোরণে এ পর্যন্ত যে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের বেশিরভাগই সেনা সদস্য৷ আইএস এ হামলা সম্পর্কে এখনো কোনো বিবৃতি দেয়নি৷
গাড়ি বিস্ফোরিত হওয়ার মুহূর্তে সেনাবাহিনীর একটি ভ্যান ঘটনাস্থল অতিক্রম করছিল৷
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়৷ হামলার কিছুক্ষণ পরই তুরস্কের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা আরটিইউকে রক্তক্ষয়ী এ হামলার খবর প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ এক বিবৃতির মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়৷
এদিকে আংকারায় ভয়াবহ এ বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে৷ জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়াসহ অনেক দেশই জানিয়েছে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তারা তুরস্কের পাশে আছে৷
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু এবং প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান তাঁদের রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন৷ প্রধানমন্ত্রী দাভুতোগলুর ইউরোপীয় সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে আসার কথা ছিল৷ অন্যদিকে প্রেসিডেন্ট এর্দোয়ানের রাষ্ট্রীয় সফরে আজারবাইজানে যাওয়ার কথা৷ সফর দুটি বাতিল করার পর সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জয়ী হওয়ার জন্য তুরস্ক আরো জোরদার প্রয়াস চালাবে বলেও জানিয়েছেন তাঁরা৷ প্রধানমন্ত্রী দাভুতোগলু আংকারার এ হামলার জন্য তুরস্ক ও সিরিয়ার কুর্দিদের দায়ী করেছেন৷
তবে কুর্দিদের নিষিদ্ধ সংগঠন পিকেকে-র প্রথম সারির এক নেতা বলেছেন, বুধবারের হামলাটি কে চালিয়েছে তা তারা জানেন না৷ তিনি অবশ্য এ কথাও বলেছেন যে, সাম্প্রতিক সময়ে তুরস্ক কুর্দিদের ওপর যে হামলা চালাচ্ছে এ হামলা তার প্রতিক্রিয়াও হতে পারে৷ পিকেকে-র কমান্ডার চেমিল বায়িক অবশ্য সরাসরিই বলেছেন, এ হামলার সঙ্গে তাদের সংগঠন জড়িত নয়৷
তুরস্ক ইতিমধ্যে কুর্দিদের ওপর হামলা শুরু করেছে৷
এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)