তুষারঝড়ে বিপর্যস্ত তুরস্ক ও গ্রিস
প্রচণ্ড বরফ পড়ছে। তুষারঝড়ও হচ্ছে। তার ফলে বন্ধ ইস্তাম্বুল বিমানবন্দর। বিপর্যস্ত এথেন্স-সহ গ্রিসের একটা বড় অংশ।
তুরস্কের অবস্থা
তুরস্কের ইস্তাম্বুল শহরের রাস্তা। বরফে ঢাকা। শুধুমাত্র একটি কুকুরকে দেখা যাচ্ছে। তুষারপাতের জন্য বন্ধ করে দিতে হয়েছে ইউরোপের অন্যতম ব্যস্ত ইস্তাম্বুল বিমানবন্দর।
বরফের চাদরে মোড়া
ইস্তাম্বুলের রাস্তা বরফের চাদরে ঢাকা। বাড়িঘর, গাছপালা সবকিছুর মাথায় বরফ।
চলছে মছ ধরা
ইস্তাম্বুলে বরফে ঢাকা রাস্তা। তার ফুটপাথে দাঁড়িয়ে ছিপ হাতে মাছ ধরছেন একজন।
ঐতিহাসিক মসজিদের সামনে
ঐতিহাসিক সুলতান আহমেদ বা নীল মসজিদের সামনের ছবি। বরফের পুরু চাদর। তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন দুই জন।
পরপর দুই বছর
এই নিয়ে পরপর দ্বিতীয় বছরেও তুরস্কে অপ্রত্যাশিত তুষারপাত হলো। তাপমাত্রা চলে গেছে হিমাঙ্কের অনেক নীচে।
এথেন্সের অবস্থা
তুষারপাত ও তুষারঝড়ে বিপর্যস্ত গ্রিসের একটা বড় এলাকা। এথেন্সের অবস্থা সবচেয়ে খারাপ। বরফে আচ্ছাদিত চারপাশ।
রাস্তার হাল
এথেন্সের রাস্তার ছবি। বরফে ঢেকে গেছে রাস্তা ও গাড়িগুলি। শুনশান রস্তায় দাঁড়িয়ে আছেন একজন।
অবস্থা শোচনীয়
এথেন্সের অবস্থা। বরফ পড়ে রাস্তা বন্ধ। গাড়ি চলছে না। রাস্তার মাঝখান দিয়ে মানুষ হাঁটছেন।
পার্লামেন্ট ভবনের সামনে
পার্লামেন্ট ভবনের সামনে তুষারপাতের আনন্দ উপভোগ করছেন কিছু মানুষ।
বরফ সরানো হচ্ছে
এথেন্সের রাস্তা থেকে বরফ সরানো হচ্ছে। প্রবল তুষারপাত ও তুষারঝড়ের পর এথেন্সের তাপমাত্রা নেমেছে মাইনাস ১৪ ডিগ্রিতে।