‘তৃণমূল কেন্দ্রীয় সরকারের পাশেই আছে’
২৩ আগস্ট ২০১২বিজ্ঞাপন
সংবাদ মাধ্যমকে মমতা বন্দোপাধ্যায় বলেন, অর্থমন্ত্রী পি. চিদাম্বরমের সঙ্গে ঐ বৈঠকে মূলত জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করেছেন তাঁরা৷ যেমন, সারের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, জাতীয় সড়কের বেহাল দশা, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে দলের বিরোধীতা ইত্যাদি৷
অবশ্য এসব বিষয়ে কথা হলেও, রাজ্যের সুদ মকুবের বিষয়ে কথা হয়নি বলেই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ তাই সে বিষয়ে এবার কথা বলবেন রাজ্যের অর্থমন্ত্রী৷
এছাড়া, কয়লা ব্লক বণ্টন ইস্যুতে সর্বদলীয় বৈঠকের প্রস্তাব রাখেন মমতা বন্দোপাধ্যায়৷ তবে প্রধানমন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি৷ শুধু বলেছেন, তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের পাশেই আছে৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ