1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তৃণমূল কেন্দ্রীয় সরকারের পাশেই আছে’

২৩ আগস্ট ২০১২

কেন্দ্রের জোট সরকারের সমন্বয় কমিটির বৈঠকের পর, বৃহস্পতিবার অর্থমন্ত্রী পি. চিদাম্বরমের সঙ্গে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷

https://p.dw.com/p/15vSE
ছবি: DW

সংবাদ মাধ্যমকে মমতা বন্দোপাধ্যায় বলেন, অর্থমন্ত্রী পি. চিদাম্বরমের সঙ্গে ঐ বৈঠকে মূলত জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করেছেন তাঁরা৷ যেমন, সারের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, জাতীয় সড়কের বেহাল দশা, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে দলের বিরোধীতা ইত্যাদি৷

অবশ্য এসব বিষয়ে কথা হলেও, রাজ্যের সুদ মকুবের বিষয়ে কথা হয়নি বলেই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ তাই সে বিষয়ে এবার কথা বলবেন রাজ্যের অর্থমন্ত্রী৷

এছাড়া, কয়লা ব্লক বণ্টন ইস্যুতে সর্বদলীয় বৈঠকের প্রস্তাব রাখেন মমতা বন্দোপাধ্যায়৷ তবে প্রধানমন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি৷ শুধু বলেছেন, তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের পাশেই আছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য