দক্ষিণ কোরিয়া -যুক্তরাষ্ট্ যৌথ পারমাণবিক অস্ত্র অনুশীলন
২ জানুয়ারি ২০২৩সম্প্রতি উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে ছোঁড়ে৷ এরপরই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এমন ঘোষণা এলো৷
সোমবার চোসুন ইলবো পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎবারে ইয়ুন সুক-ইওল বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়েছে৷ তবে পরিকল্পনা, তথ্য শেয়ার করা, অনুশীলন এবং প্রশিক্ষণ দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথভাবে করা উচিত৷'' সাক্ষাৎকারে তিনি আরো বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র খুবই ইতিবাচক৷
দক্ষিণ কোরিয়া মনে করে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার দিক থেকে হামলার আশঙ্কা বেড়েছে৷ এ কারণে কয়েকদিন আগে এক বিবৃতিতে ইয়ুন সুক-ইওল পারমাণবিক অস্ত্র নির্মূল করার চুক্তি সবার মেনে চলা এখনো খুব গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন৷
অন্যদিকে একদিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন৷ সরকারি দল ওয়ার্কার্স পার্টির এক সভায় তিনি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর জন্য নতুন লক্ষ্যমাত্রা স্থির করেন৷ সভায় তিনি বলেন, দক্ষিণ কোরিয়া এখন ‘সন্দেহাতীতভাবে' উত্তর কোরিয়ার ‘শত্রু'৷ এছাড়া শনি ও রোববার যথাক্রমে তিনটি ও একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিশাইলও পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করে উত্তর কোরিয়া৷
এসিবি/ কেএম (রয়টার্স)