দলবদল করে হার
২ মে ২০২১বিজ্ঞাপন
ভোটের আগে এক দেড় বছর ধরে তৃণমূল থেকে আসা প্রচুর নেতাকে প্রার্থী করেছিল বিজেপি। তাদের অধিকাংশই পিছিয়ে।
তৃণমূলকে ডুবন্ত নৌকো ভেবে যারা বিজেপি-তে গিয়ে নাম লিখিয়েছিলেন এবং প্রার্থী হতে পেরেছিলেন, তাদের অধিকাংশই পিছিয়ে। সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপধ্য়ায় পিছিয়ে। বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, সব্যসাচী দত্ত পিছিয়ে। সাবেক আইপিএস ভারতী ঘোষ পিছিয়ে। তাছাড়াও আরো বহু নেতা যারা বিজেপি-তে গিয়ে ভাগ্যপরীক্ষা করতে গিয়েছিলেন, তারা পিছিয়ে। হিসাব বলছে, তৃণমূল থেকে আসা নেতাদের মাত্র ১০ শতাংশের মতো নেতা জিততে পারেন।
বিজেপি যে তারকা প্রার্থীদের দাঁড় করিয়েছিল, তাদের অনেকেই পিছিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় পিছিয়ে। পিছিয়ে বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্য়ায়ও।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)