দাবানলে পুড়ছে কলম্বিয়া
২০২৪ সালের প্রথম মাসেই দুইশ’রও বেশি দাবানলে পুড়েছে কলম্বিয়ার বনাঞ্চল৷ দেশটির সরকার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে৷
দিনে গড়ে আটটি
কলম্বিয়ার পরিবেশ মন্ত্রণালয় ও দুর্যোগ বিভাগের হিসেবে জানুয়ারি মাসে ২০৪টি দাবানলের ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ২৫টি জানুয়ারি মাসের শেষ সপ্তাহেও নেভানো যায়নি৷ গড়ে দিনে আটটি দাবানলের ঘটনা ঘটছে বলে জানিয়েছে তারা৷
তাপমাত্রা বৃদ্ধি
পুরো কলম্বিয়ায় অন্যান্য বছরের তুলনায় এ বছর তাপমাত্রা গড়ে ৫ থেকে ১০ ডিগ্রি বেড়েছে৷ কোথাও কোথাও সর্বোচ্চ ৩০ ডিগ্রি পর্যন্ত বেড়েছে৷
কারণ ‘এল নিনো’
‘এল নিনো’র কারণে অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার ফলে এই দাবানলের সৃষ্টি বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনজনিত আবহাওয়ার বিশেষ পরিস্থিতি হলো এল নিনো৷ আগামী কয়েকমাস এল নিনো পরিস্থিতি চলবে৷ ফলে অবস্থা আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা কলম্বিয়ার৷
দিনে গড়ে আটটি
কলম্বিয়ার পরিবেশ মন্ত্রণালয় ও দুর্যোগ বিভাগের হিসেবে জানুয়ারি মাসে ২০৪টি দাবানলের ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ২৫টি জানুয়ারি মাসের শেষ সপ্তাহেও নেভানো যায়নি৷ গড়ে দিনে আটটি দাবানলের ঘটনা ঘটছে বলে জানিয়েছে তারা৷
ব্যাপক ক্ষতি
গত নভেম্বর থেকে প্রায় ১৭ হাজার বন পুড়েছে বলে জানিয়েছে কলম্বিয়ার পরিবেশ মন্ত্রণাণয়৷ মোট ৩৪০টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে৷ রাজধানী বোগোটার এল পারায়সো এলাকায় আগুন লোকালয়ের প্রায় ৯০০ মিটার পর্যন্ত পৌঁছেছে৷
দুর্যোগ পরিস্থিতি
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ২৫ জানুয়ারি দুর্যোগ পরিস্থিতির ঘোষণা দেন৷ সাংবাদিকদের তিনি বলেন, অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থ দুর্যোগ সামাল দিতে ব্যয় করা হচ্ছে৷
আন্তর্জাতিক সহযোগিতা
কলম্বিয়ার সরকার আন্তর্জাতিক সহযোগিতাও চাইছে৷ যুক্তরাষ্ট্র, চিলি, পেরু ও ক্যানাডা সেই ডাকে সাড়া দিয়েছে৷ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চাওয়া হয়েছে৷