শান্তির আভাস
৮ এপ্রিল ২০১৩উত্তর কোরিয়া একের পর আণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞার কবলে পড়ছে, পাশাপাশি দিয়ে চলেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে আক্রমণের হুমকি৷ বিষয়টি এখন ‘পুরোনো খবর'৷ তাতে নতুন উপাত্ত যোগ হয়েছিল কমিউনিস্ট শাসিত দেশটি দু দুটো মিসাইল কোরীয় উপদ্বীপে নিয়ে যাওয়ায়৷ তাতে যুদ্ধের দামামাই শুনতে পাচ্ছিলেন বিশ্লেষকরা৷ কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ই এক বিবৃতিতে সে আশঙ্কা আপাতত একটু হলেও উড়িয়ে দিয়েছে৷ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘‘ওরা আণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে এমন ইঙ্গিতবাহী কোনো পদক্ষেপ আমরা দেখিনি৷'' দক্ষিণ কোরিয়াই যদি বৈরিতার দীর্ঘ অতীত নিয়েও উত্তরের প্রতি এ আশ্বাস রাখে তাহলে যু্দ্ধ শুরুর আশঙ্কা বাড়ে কি করে!
অথচ উত্তর কোরিয়া আবার আণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে – এমন কথা দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রী রিয়ো কি-হি জাই-ই বলেছিলেন দু দিন আগে৷ খোদ সংসদীয় কমিটিকে বলেছিলেন এ কথা৷ বক্তব্যের পক্ষে বিস্তারিত ব্যাখ্যা অবশ্য তিনি দেননি৷ সব কিছুর ব্যাখ্যা সরাসরি আসলে পাওয়াও যায়না৷ হুমকি, পাল্টা হুমকি, মন্তব্য, পাল্টা মন্তব্য- সব কিছুতেই উত্তেজনা বাড়ে৷ যুদ্ধ শুরু না হলেও স্নায়ু যুদ্ধটা জমে৷ এ পরিস্থিতির মাঝেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি এক উজ্জ্বল ব্যতিক্রম৷
এসিবি/এসবি (রয়টার্স)