দুনিয়ার কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল
বিশ্বের বেশ কয়েকটি দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল রয়েছে৷ এদের মধ্যে বিজেপি, জামায়াতে ইসলামিসহ কয়েকটি দলের বিরুদ্ধে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷ ছবিঘরে বিস্তারিত৷
জার্মানি
ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা খ্রিস্টিয় গণতন্ত্রী দল সিডিইউ জার্মানির সবচয়ে শক্তিশালী রাজনৈতিক দল৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বেশিরভাগ সময় এই দলটি জার্মানির ক্ষমতায় রয়েছে৷ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ক্যাথলিক মতাদর্শের দলটি বর্তমান বিশ্বে নিজেদের উদারনীতির জন্য পরিচিত৷ দলটি মধ্য-ডানপন্থি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকে৷
অস্ট্রিয়া
এই দেশে ডানপন্থি আন্দোলনের নেতা ভিয়েনার মেয়র কার্ল লুগারের নেতৃত্বে ১৮৯৩ সালে গঠিত হয় ক্রিস্টিয়ান সোশ্যাল পার্টি(সিএসপি), বর্তমান নাম অস্ট্রিয়ান পিপলস পার্টি (ওভিপি)৷ খ্রিস্টান ধর্মভিত্তিক রক্ষণশীল এই দলটি বর্তমানে ক্ষমতায়, যাদের নীতি অভিবাসনবিরোধী৷
নেদারল্যান্ডস
দেশটির ধর্মভিত্তিক দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক আপিল (সিডিএ)৷ ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত সিডিএ’র এর মূল আদর্শ: খ্রিস্টান গণতন্ত্র প্রতিষ্ঠা৷
ক্যানাডা
কুইবেক রাজ্যে ২০০০ সালে রোমান ক্যাথলিকদের সহযোগিতায় গঠিত হয় ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি৷ পার্টির মূলনীতিতে বলা হয়েছে,‘‘অর্থোডক্স খ্রিষ্টীয় মতবাদ ও কুইবেক জাতীয়তাবাদের সমন্বয়ই হবে দলের প্রধান লক্ষ্য৷’’
অন্যান্য দেশে ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি
ডেনমার্ক, এস্তোনিয়া, আলবেনিয়া, হাঙ্গেরি, ইটালি, সুইজারল্যান্ড, লেবানন, নরওয়ে, সিরিয়া, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, সার্বিয়া, রোমানিয়া, পাপুয়া নিউ গিনি, বলিভিয়া, হাইতি এসব দেশেও খ্রিস্টান ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি রয়েছে৷
তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
‘একে’ পার্টি নামে পরিচিত রক্ষণশীল এই দলের নেতা রিচেপ তাইয়েপ এর্দোয়ান৷ ২০০৩ সাল থেকে এর্দোয়ানের দল দেশ পরিচালনা করছে৷ ২০০১ সালে দলটি প্রতিষ্ঠিত হয়৷ তুরস্কের অটোমান সাম্রাজ্যের ঐতিহ্য এবং ইসলামি পরিচয় দিয়ে মুসলমান ভোটারদের সমর্থন পেলেও দলটি নিজেদের ইসলামভিত্তিক দল বলতে নারাজ৷ এর্দোয়ানের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা হরণ, বিরোধী দমনসহ নানা অভিযোগ রয়েছে৷
ভারত, বিজেপি
১৯৫১ সালে প্রতিষ্ঠিত ভারতের হিন্দু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ পরে জনতা পার্টি নামে দল গঠন করে৷ ১৯৭৭ সালে জনতা পার্টিতে মিশে যায় জনসংঘ৷ ১৯৮০ সালে সাবেক জনসংঘ সদস্যরা বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টি গঠন করে৷ ১৯৯৬ সালে কট্টরপন্থি দলটি বৃহত্তম দলে পরিণত হয়৷ বাবরি মসজিদ ভাঙ্গা, গুজরাট দাঙ্গায় উস্কানিসহ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে৷
ভারত, শিব সেনা
১৯৬৬ সালে কার্টুনিস্ট বাল ঠাকরে এই হিন্দুত্ববাদী এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন৷ তাদের আধিপত্য মূলত মুম্বই কেন্দ্রিক হলেও বর্তমানে ক্ষমতাসীন দল বিজেপি’র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দলটির৷ শিব সেনা দলের প্রধান উদ্ধব ঠাকরে বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷
নেপাল
আশি শতাংশেরও বেশি হিন্দু অধ্যূষিত দেশ নেপাল৷ সনাতন ধর্ম সমিতি, নেপালি জনতা পার্টি (বিজেপির নেপালি সংস্করণ) প্রধানতম ধর্মীয় দল,যা হিন্দুদের আম্ব্রেলা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য৷
পাকিস্তান
জামাত ই ইসলামী পাকিস্তানের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল৷ পাকিস্তানকে একটি ইসলামি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে, শরিয়া আইন দিয়ে দেশ পরিচালনার লক্ষ্যে ১৯৪১ সালে দলটির প্রতিষ্ঠা হয়৷
বাংলাদেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী (আগের নাম জামায়াতে ইসলামী বাংলাদেশ)৷ ১৯৭৭ সালে মুক্তিযুদ্ধবিরোধী ধর্মভিত্তিক দলটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়৷ ২০০১ সালে বিএনপি’র সাথে জোট গঠন করে পার্লামেন্টে স্থান করে নেয় জামায়াত৷ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এই দলের শীর্ষ অনেক নেতা৷ এছাড়া বিভিন্ন সময় নাশকতার অভিযোগ আছে দলটির বিরুদ্ধে৷