দুনিয়া বদলে দেয়ার জন্য চারদিন!
বুধবার ডাভোসে শুরু হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক৷ চার দিনের অধিবেশনে চল্লিশ জনেরও বেশি রাষ্ট্র এবং সরকার প্রধানসহ অন্তত আড়াই হাজার মানুষ অংশ নেবেন৷ বিশ্বকে কাঙ্খিত পথে এগিয়ে নেয়ার উপায় খুঁজবেন তাঁরা৷
ছোট শহরে বড়দের ভিড়
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডাব্লিউইএফ)-এর বৈঠকের কারণে সারা বিশ্বের নজর এখন সুইজারল্যান্ডের ছোট্ট শহর ডাভোসের দিকে৷ বিশ্বের ডাকসাইটে সব নেতারা আসবেন, বড় বড় সমস্যা-সম্ভাবনা নিয়ে বিতর্ক হবে, সব সমস্যার সমাধান খোঁজা হবে এখানে – ডাভোসের অনেকে এসব ভেবেই গর্বিত৷
সভাপতির প্রত্যাশা
ডাব্লিউইএফ-এর প্রতিষ্ঠাতা, সভাপতি ক্লাউস শোয়াব৷ বিশ্বে সমস্যা-সংকটের শেষ নেই৷ ৭৬ বছর বয়সি ক্লাউস শোয়াব মনে করেন, এ পরিস্থিতিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আরো বেড়েছে৷ চলমান সংকটপূর্ণ পরিস্থিতিতে ডাব্লিউইএফ প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারবে বলেই তাঁর আশা৷
দীর্ঘ আলোচ্যসূচি
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক উপলক্ষ্যে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও এখন সুইজারল্যান্ডে৷ বিশ্বের সকল প্রান্ত থেকেই রাষ্ট্রনেতা এবং বহুজাতিক কোম্পানি ও ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা আসবেন বৈঠকে অংশ নিতে৷ সন্ত্রাসবাদ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, বিশ্ববাণিজ্য, অর্থনীতি – বলতে গেলে সব বিষয়েই আলোচনা হবে চার দিনের বৈঠকে৷
সন্ত্রাস এবং সংঘাত
ফ্রান্সে সাম্প্রতিক হামলার পর সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা সব দেশে, সব আন্তর্জাতিক বৈঠকেই হচ্ছে৷ ডাভোসে ৪৫তম বিশ্ব অর্থনৈতিক ফোরামেও হবে৷ ইসলামিক স্টেট, সিরিয়ার যুদ্ধ, বেশ কয়েকটি আরব দেশের অশান্ত পরিস্থিতি, ইউক্রেন সংকট – সাম্প্রতিক কালের সব বড় ইস্যু নিয়েই আলোচনা হবে ডাভোসে৷
ইবোলা এবং ডায়াবেটিস
পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ এখনো মারণব্যাধি ইবোলার সঙ্গে লড়ছে৷ ডাব্লিউইএফ-এর বৈঠকে ইবোলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে৷ এ ছাড়া ডায়াবেটিসসহ আরো কিছু ভয়ঙ্কর রোগের প্রকোপ কমানোর জন্য করণীয় নির্ধারণেরও চেষ্টা করা হবে ডাভোসের বৈঠকে৷
তেলের দাম
তেলের দাম কমছে৷ এ কারণে সংকটে পড়ছে বেশ কিছু তেল রপ্তানিকারী দেশ৷ অন্যদিকে গাড়ি বিক্রি বাড়ছে দ্রুত৷ জেনারেল মোটরের সিইও মেরি বারা-ও অংশ নিচ্ছেন ডাভোসের বৈঠকে৷ তেলের দাম কমে যাওয়ার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন ওপেক-এর জেনারেল সেক্রেটারি ও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও আসছেন ডাভোসে৷
আলী বাবা
খুব অল্প সময়েই ব্যাপক সাড়া জাগিয়েছে চীনের অনলাইন শপিং প্লাটফর্ম ‘আলিবাবা’৷ গত বছর আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই স্টক মার্কেটে ঝড় তুলেছে তারা৷ ‘আলিবাবা’-র কর্ণধার জ্যাক মা-র কদর তাই বিশ্বজুড়ে৷ ডাভোসেও থাকছেন৷ এ বৈঠকে প্রযুক্তি কীভাবে মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে সে বিষয়ে আলোচনা করবেন তিনি৷ মাইক্রোসফট, ইয়াহু, গুগল এবং ফেসবুক-এর কর্মকর্তারাও অংশ নেবেন সেই আলোচনায়৷