1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি মামলায় তারেক রহমান ও জোবাইদা রহমানের কারাদণ্ড

২ আগস্ট ২০২৩

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের ২০০৭ সালে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

https://p.dw.com/p/4UgpK
ছবি: Privat

বুধবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মহনগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান এ রায় দেন।

আদালতের রায়ে তারেক রহমানকে তিন কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ও জোবাইদা রহমানকে ৪৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দুই কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। তবে জোবাইদা রহমানের মায়ের বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করেছে আদালত। 

তারেক জিয়ার জাতীয় সরকার নিয়ে আওয়ামী লীগের ভাবনা কী?

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকার কাফরুল থানায় তারেক রহমান, জোবাইদা রহমান ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অবৈধ উপায়ে চার কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং দুই কোটি ১৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৩১ মার্চ তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

দুদুক আইনের ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরদ্ধে অভিযোগ আনা হয়। অপরাধ প্রমাণিত হলে ২৬ (২) এর সর্বোচ্চ শাস্তি ৩ বছর কারাদণ্ড ও ২৭ (১) ধারায় অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড।

রায়কে কেন্দ্র করে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থতি এড়াতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়কে বেআইনি উল্লেখ করে প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ব্যানার ফেস্টুন হাতে দিনব্যাপী কর্মসূচি পালন করে বিএনপিপন্থি আইনজীবীরা। 

এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)