‘দেড় পা’ নিয়েই কোচিং চালিয়ে যেতে চান তিনি
১২ জুন ২০২০তারপরও বর্তমানে আফগানিস্তানের ‘ডাইরেক্টর অফ ক্রিকেট’ পদে থাকা মোলস দায়িত্ব পালন করে যেতে চান৷
সেপ্টেম্বরে আফগানিস্তানের বাংলাদেশ সফরে যাওয়ার কথা৷ তার প্রস্তুতি চলছিল আবুধাবিতে৷ এর অংশ হিসেবে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ কিলোমিটার হেঁটেছিলেন তিনি৷ পরে দেখেন তাঁর বাম পায়ের পাতার একটি অংশের চামড়া উঠে গেছে৷
এরপর আরো দুটো ঘটনা ঘটে মোলসের সঙ্গে৷ প্রথমটির কারণে বাম পায়ের একেবারে ছোট আঙুলটি কেটে ফেলতে হয়েছিল৷ আর পরের ঘটনায় একই পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়েছে৷ কারণ ‘এমআরএসএ বাগ’ নামে এক ব্যাকটেরিয়া ঐ পায়ে আক্রমণ করেছিল৷
৪ এপ্রিল সাউথ আফ্রিকার কেপটাউনের চিকিৎসক মোলসকে পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছিলেন৷ সেদিনের কথা বলতে গিয়ে মোলস বিবিসিকে বলেন, ‘‘একজন বিশেষজ্ঞ ৪ এপ্রিল শনিবার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন- আমার সবসময় তারিখটা মনে থাকবে- তিনি এসে বললেন, আমরা শুধু ব্যাকটেরিয়া আক্রান্ত অংশটুকু কেটে ফেলতে পারি, কিন্তু এর চেয়ে ভালো কিছু হবে না৷’’
‘প্রফেশনালস ক্রিকেটার্স ট্রাস্টের’ সহায়তায় তিনি প্রস্থেটিক পা লাগিয়েছেন৷ তাদের সহায়তায় এখন তিনি ১০ কিলোমিটার হাঁটার পরিকল্পনা করেছেন৷ ইতিমধ্যে ৪০০ মিটার হাঁটাও শেষ করেছেন৷ ‘‘আমি যদি দেড় পা নিয়ে ১০ কিলোমিটার হাঁটতে পারি তাহলে বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও তা পারবেন,’’ বলেন মোলস৷
কোচিংয়ে ফেরার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘‘আমি ক্রিকেট নিয়ে আমার জ্ঞান হারাইনি৷ আমার তো পুরো মাঠ দৌড়ানোর প্রয়োজন নেই৷ আমি মেসেজ পাঠাতে পারি৷ কৌশল নিয়ে কথা বলতে পারি৷ ফলে এটা আমার কাছে কোনো বিষয় মনে হচ্ছে না৷’’
ব্রিটিশ ক্রিকেটার মোলস বর্তমানে সাউথ আফ্রিকায় বাস করছেন৷ সাউথ আফ্রিকার ল্যান্স ক্লুজনার বর্তমানে আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন৷
জেডএইচ/এসিবি (এএফপি)