দেশে দেশে ঈদুল আজহা উদযাপন
করোনা মহামারির ভিন্ন বাস্তবতায় আরো একটি ঈদ উদযাপন করছেন মুসলিমরা৷ সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে শুক্রবার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ৷
করোনামুক্তির প্রার্থনা
ঈদ পালন করেছে মালয়েশিয়া৷ কুয়ালালামপুরের একটি মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছেন মুসল্লিরা৷ করোনা মুক্তির প্রার্থনাও জানিয়েছেন তারা সৃষ্টিকর্তার কাছে৷
কোরবানি
বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়া৷ জাকার্তায় কোরবানি দেয়ার জন্য একটি গরুকে শোয়ানোর চেষ্টা করছেন স্বেচ্ছাসেবীরা৷
খোলা ময়দানে
প্রায় ত্রিশ লাখ মুসলমান বসবাস করেন থাইল্যান্ডে৷ এশিয়ার এই দেশটিতে প্রায় দুই হাজার মসজিদ আছে, যার মধ্যে একশটিরই অবস্থান রাজধানী ব্যাংককে৷ সেখানে থাই ইসলামিক সেন্টারের সামনে ঈদের নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয়৷
নারী ও শিশুরাও
থাই ইসলামিক সেন্টারের জামাতে অংশ নিয়েছেন নারী ও শিশুরাও৷
মস্কোয় সীমিত পরিসরে
রাশিয়ার রাজধানী মস্কোর সবচেয়ে বড় মসজিদের ঈদ জামাতের ছবি এটি৷ তবে কড়াকড়ির কারণে হাতে গোনা কয়েকজন ধর্মীয় নেতা সেখানে নামাজ আদায় করেছেন৷
যুক্তরাজ্যে কড়াকড়ি
যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড গ্র্যান্ড মসজিদের বাইরের চিত্র৷ মসজিদে সামাজিক দূরত্ব বজায় রাখতে ছিল কড়াকড়ি৷ সম্প্রতি করোনার সংক্রমণ ঠেকাতে ইস্ট ল্যাংকাশায়ার, ওয়েস্ট ইয়র্কশায়ারে মানুষকে একে অন্যের বাড়িতে দেখা করতে নিষেধ করা হয়েছে৷
নাইরোবির হাট
ঈদের দিন সকালেও পশু বেচাকেনা চলেছে কেনিয়াতে৷ নাইরোবির একটি হাটে ছাগল বিক্রি চলছে৷
আল আকসায় জামাত
আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি৷ বেসরকারি হিসাবে ফিলিস্তিনিরা প্রায় এক লাখ পশু কোরবানি দেন প্রতি বছর৷ প্রার্থনায় অংশ নেয়াদের সবার মুখে ছিল মাস্ক৷
আয়া সোফিয়ায় জামাত
সম্প্রতি আয়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তর করেছে তুরস্ক৷ সেখানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে৷
স্বাস্থ্যবিধি
করোনার কারণে বিভিন্ন বিধিনিষেধ আছে তিউনিসিয়ায়৷ সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনেই সেখানকার মানুষ ঈদের জামাতে অংশ নিয়েছেন৷ ছবিতে তিউনিসের আল জাইতুন মসজিদে প্রার্থনারত এক নারীকে দেখা যাচ্ছে৷
দূরত্ব নেই
এটি আফগানিস্তানের জালালাবাদের একটি ঈদ জামাতের ছবি৷ মুসল্লিদের মধ্যে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো ব্যবস্থা বা প্রচেষ্টা ছিল না৷
বাড়ি ফেরা
আগের মতো না হলেও ঈদের আগের দিনও রাজধানী ঢাকা ছেড়েছেন অনেক মানুষ৷ দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে যাত্রী বোঝাই লঞ্চ চলেছে সদরঘাট থেকে৷
পাকিস্তানের বাজার
পাকিস্তানেও শনিবার ঈদ উদযাপিত হচ্ছে৷ রাওয়ালপিন্ডিতে একটি অস্থায়ী হাটে চলছে কোরবানির পশু বেচাকেনা৷