বাংলাদেশে দৈনিক শনাক্ত হাজার ছাড়াল
১১ মে ২০২০এদিন মোট সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয়েছে সাত হাজার ২০৮টি নমুনা৷
গত ৮ মার্চ বাংলাদেশ প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়৷ এখন পর্যন্ত মোট শনাক্ত ১৫ হাজার ৬৯১ জন৷ মোট মৃত্যু ২৩৯৷ এদিন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ৮ জন, চট্টগ্রামের দুই জন এবং রংপুরে এক জন৷
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য তুলে ধরেন৷
নোয়াখালীর একটি হাসপাতালে করোনা টেস্ট শুরু হওয়ায় এখন দেশে মোট ৩৭টি পরীক্ষাগারে এ ভাইরাস সংক্রমণ পরীক্ষা করা হচ্ছে৷ পরীক্ষার আওতা বাড়ায় রোগ শনাক্তের সংখ্যাও বাড়ছে৷
গত ২৪ ঘণ্টায় আরো ২৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ মোট সুস্থ দুই হাজার ৯০২ জন৷ দেশে রোগ শনাক্তের সংখ্যা অনুযায়ী সুস্থ হওয়ার হার ১৮ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ৷
বরাবরের মত ঢাকা মহানগরীতে রোগ শনাক্ত এবং মৃত্যুর হার দুইই বেশি৷
এসএনএল/কেএম