দোহায় ব্লিংকেন, আলোচনায় তালেবান
৭ সেপ্টেম্বর ২০২১অগাস্টেই কাবুল বিমানবন্দর ফাঁকা করে আফগানিস্তান ছেড়েছে অ্যামেরিকা। কিন্তু আফগানিস্তান থেকে সমস্ত মার্কিনকে এখনো উদ্ধার করা যায়নি। সোমবার স্থলপথে চার অ্যামেরিকানকে উদ্ধার করা হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। আফগানিস্তান থেকে তাদের কাতারে নিয়ে আসা হয়েছে। তালেবানের সঙ্গে আলোচনা করেই এ কাজ করা হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। এদিকে সোমবারই কাতারে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দোহায় কাতারের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তিনি।
দোহার আলোচনা
তালেবানএখনো নতুন সরকার সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারেনি। তবে সরকার গঠন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি করা হবে। প্রতিবেশি দেশগুলি কী ভাবছে, এ নিয়ে কাতারের আমিরের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে। আফগানিস্তানে কীভাবে সাহায্য পাঠানো যেতে পারে, তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কী হতে পারে, এই বিষয়গুলিও আলোচনায় এসেছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
বস্তুত, এখনো আফগানিস্তানে শতাধিক অ্যামেরিকান আটকে আছেন। বিমানে তাদের উদ্ধার করা যায়নি। আটকে আছেন মার্কিন বাহিনী, এবং মার্কিন সংস্থায় কাজ করা বহু আফগান। যারা দেশ ছাড়তে চান। কীভাবে এদের সকলকে উদ্ধার করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। কথা হয়েছে নতুন করে কাবুল বিমানবন্দরকে সচল করার বিষয়ে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এই বিষয়গুলি নিয়ে তালেবান প্রতিনিধিদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে।
তালেবান আফগানিস্তান দখলের পরে দূতাবাস থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর অ্যামেরিকা কাতারে নিয়ে এসেছে। কর্মীরাও সেখানে আছেন। এর জন্য কাতারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ব্লিংকেন।
উদ্ধারকাজ অব্যাহত
অ্যামেরিকা কাবুল বিমানবন্দর ছাড়ার পরে সরকারিভাবে সোমবারই প্রথম চার মার্কিনিকে উদ্ধার করার কথা জানানো হয়েছে। এদের সকলকেই স্থলপথে কাতারে নিয়ে যাওয়া হয়েছে। আটকে থাকা বাকি নাগরিকদেরও একইভাবে উদ্ধার করা হতে পারে বলে মার্কিন প্রশাসন সূত্র জানিয়েছে। এই উদ্ধারকাজ তালেবানকে জানিয়েই করা হচ্ছে বলে মার্কিন প্রশাসনের দাবি। তালেবান মুখপাত্র অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)