ধর্ষণ থেকে বাঁচার কৌশল
১০ জুন ২০১৪মার্কিন সময় রবিবার রাতে সানচেজকে ‘মিস ইউএসএ' প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হয়৷ আরো ৫০ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে খেতাব জয় করে নেন পেশায় তায়কন্দ প্রশিক্ষক, নেভাদার এই বাসিন্দা৷ বিজয়ী ঘোষণার জমকালো সেই অনুষ্ঠানে তাঁর কাছে ধর্ষণ থেকে রক্ষার উপায় সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল৷
যিনি জানতে চেয়েছিলেন, মানে প্রতিযোগিতার বিচারক রুমার উইলস নিজেও বেশ বিখ্যাত৷ ২৫ বছর বয়সি নিয়া বলিউড অভিনেতা ব্রুস উইলিস এবং ডেমি মুরের মেয়ে৷ প্রশ্নের শুরুতে তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রে ‘আন্ডারগ্রাজুয়েট' ১৯ শতাংশ মেয়ে যৌন আক্রমণের শিকার হয়৷''
পরে ‘ক্যাম্পাস ধর্ষণ' রোধে করণীয় কী? – সে সম্পর্কে জানতে চাইলে সানচেজ জবাবে নারীদের আত্মরক্ষার কৌশল রপ্ত করার দিকে জোর দেন৷
নিয়া নিজে কোরিয়ান মার্শাল আর্ট ‘টেকভন্ডো' শিখেছেন সেই ছোটবেলা থেকে৷ ব্রুস লি-র মতো তিনিও অনায়াশে ইট বা টেবিল ভেঙে ফেলতে পারেন৷ চাইলে সহজেই জব্দ করতে পারেন কোনো শক্তিশালী পুরুষকে৷ তাই তিনি মনে করেন, প্রতিরোধের সঠিক উপায় নারীদেরই খুঁজে নিতে হবে৷ তবে পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির দিকেও গুরুত্বারোপ করেন তিনি৷ বলেন, নিজের ছোটবেলার কথা৷ বাবা-মা আলাদা হয়ে যাওয়ার কিভাবে নিজেকে তিনি তৈরি করেছেন, সেই সব গল্প৷
যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যের রাজধানী ব্যাটন রুজে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সানচেজকে ৬৩তম ‘মিস ইউএসএ' ক্রাউন পরিয়ে দেন গত বছরের খেতাব জয়ী এরিন ব্র্যাডি৷ চলতি বছর অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন নিয়া সানচেজ৷
প্রসঙ্গত, আরেক মার্কিন সুন্দরী ভ্যালেরি গাটো গত সপ্তাহে এক তথ্য প্রকাশ করে গণমাধ্যমে আলোড়ন তোলেন৷ তিনি নিজেকে ‘ধর্ষণের ফসল' হিসেবে আখ্যা দেন৷ গাটো বলেন, ‘‘১৯ বছর বয়সে তাঁর মা পিটসবুর্গে ধর্ষণের শিকার হন৷'' তবে এই ঘটনা তাঁর জীবনের কোনো গতিপথ নির্ধারণ করে দেয়নি বলেও জানান ভ্যালেরি গাটো৷
উল্লেখ্য, বিশ্বের বহু দেশেই ধর্ষণ এখন একটা বড় সমস্যা৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রতি ২২ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটছে৷ তবে অ্যাক্টিভিস্টরা বলছেন, এই সংখ্যা সঠিক নয়৷ কেননা ১ দশমিক ২ বিলিয়ন মানুষের এই দেশে অনেক ধর্ষণের ঘটনাই পুলিশের কাছে রিপোর্ট করা হয় না৷ জানাজানি হলে ধর্ষিতা সামাজিকভাবে হেয় হবেন, এই শঙ্কায় অনেকেই বিষয়টি চেপে যান৷
এআই/ডিজি (এপি, এএফপি)