1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধূমপান নিয়ন্ত্রণে আইন

১৪ অক্টোবর ২০১৩

ধূমপান নিয়ন্ত্রণে নতুন প্রস্তাব পাস হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে৷ প্রস্তাব অনুযায়ী, ধূমপানজনিত রোগের একটি ‘গ্রাফিক’ ছবি থাকবে ৬৫ ভাগ সিগারেটের প্যাকেটে৷ এর ফলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে৷

https://p.dw.com/p/19yWQ
ছবি: Imago/teutopress

অস্ট্রেলিয়ায় সিগারেটের প্যাকেট দেখলেই আপনি চমকে উঠবেন৷ ঝাঁঝরা হওয়া ফুসফুস, ঘোলাটে চোখ, প্রিমেচিউর শিশু বা অকাল প্রসূত শিশুর গ্রাফিক ছবি দেয়া আছে এসব প্যাকেটে৷ যা আপনাকে ধূমপান থেকে বিরত রাখার জন্য যথেষ্ট৷

তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা সবচেয়ে বেশি৷ আর একারণেই অস্ট্রেলিয়ায় ধূমপায়ীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ নেয়া হয়েছে৷ প্যাকেটে এসব ভয়াবহ ছবি দেয়ার ফলও পেয়েছে তারা হাতে নাতে৷ ধূমপায়ীর সংখ্যা কমে গেছে ১৫ ভাগ৷

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, ৬৫ ভাগ সিগারেটের প্যাকেটে ধূমপানজনিক ভয়াবহ রোগের ছবি সংযুক্ত থাকবে৷ এছাড়া ইলেকট্রনিক সিগারেটের বিজ্ঞাপনের ব্যাপারে সীমাবদ্ধতা প্রয়োগে একমত হয়েছেন তারা৷ তবে চিকিৎসার ব্যাপারে এর ব্যবহার একেবারেই নাকচ হয়ে গেছে৷ ব্যাটারি চালিত এই ইলেকট্রনিক সিগারেটটি নিকোটিনকে বাষ্পে পরিণত করে, যেটি ব্যবহারকারীর জন্য কম ক্ষতিকর বলে ধারণা করা হয়৷ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ই-সিগারেট তাঁদের জন্য ভালো, যাঁরা সিগারেট ছাড়ার চেষ্টা করছেন৷ স্লিম সিগারেটের উপর নিষেধাজ্ঞার ব্যাপারটি নাকচ হয়েছে ভোটাভুটিতে৷

নিষিদ্ধ হয়েছে মেন্থল এবং অন্য ফ্লেভারড সিগারেটও৷ ইউরোপীয় পার্লামেন্টে মঙ্গলবার ভোটাভুটি হয়৷ দীর্ঘদিনের তর্ক-বিতর্ক এবং আলোচনা-সমালোচনার পর পাস হলো প্রস্তাবটি৷ তবে সংবেদনশীল কয়েকটি বিষয় বিবেচনা করার ব্যাপারে একমত হয়েছে পার্লামেন্ট৷ আইন বাস্তবায়ন করার আগে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের সরকারের সাথে সমঝোতায় পৌঁছাতে এখনও কাজ করা বাকি৷ এ বছরের শেষ নাগাদ এটি সম্পন্ন হবে বলে মনে করছেন কূটনীতিকরা৷

ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা তামাকবিরোধী ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সোচ্চার, কেননা এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে৷ এমনকি তরুণরা যাতে প্যাকেটের চাকচিক্য, ই-সিগারেট এবং ফলের স্বাদের ও গন্ধের সিগারেট না খায় সে ব্যবস্থা করতেই এ উদ্যোগ বলে জানালেন তাঁরা৷

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা, তামাক খামারগুলোর উপর সীমাবদ্ধতা, বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞার কারণে গত একদশকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ধূমপায়ীর সংখ্যা ৪০ ভাগ কমে এসেছে৷

এক বছরে ধূমপানজনিত রোগের চিকিৎসার জন্য ইউরোপীয় ইউনিয়নে খরচ হয় ২৫ বিলিয়ন ইউরো৷ ২৮টি দেশে প্রতি বছর এ সংক্রান্ত রোগে মৃত্যু হয় ৭ লাখ মানুষের৷

এপিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য