1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নতুন আন্দোলনে গণজাগরণ মঞ্চ’

সমীর কুমার দে, ঢাকা২১ জুন ২০১৩

সরকারের চরম অসহযোগিতার মধ্যেও নতুন করে আন্দোলনে নামছে গণজাগরণ মঞ্চ৷ নিজেদের সংগঠিত করে কর্মসূচিও ঘোষণা করতে যাচ্ছে নতুন প্রজন্মের এই প্রতিনিধিরা৷ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ‘কিছু’ ব্লগারের এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে৷

https://p.dw.com/p/18tgb
The Bobs winner blogger Arif Jebtik fears attack by islamists bacause of his involvement with popular Shahbag protest in Dhaka. The 2013 Shahbag protest demands capital punishment of war criminals; Copyright: privat
Blogger Arif Jebtikছবি: privat

গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে খুলে বলেন তাদের আন্দোলনের পরবর্তী পরিকল্পনা, নতুন কর্মসূচি, সরকারের অসহযোগিতা, হেফাজতে ইসলামের তত্‍পরতা, চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়সহ সবকিছু৷

ডা. ইমরান বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে লাখ লাখ মানুষ রাজপথে নেমেছিল৷ কিন্তু তার কিছুদিন পরই হেফাজতে ইসলাম নামে একটি অপরিচিত সংগঠন মাদ্রাসা ছাত্রদের নিয়ে রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে৷ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে স্লোগান দিয়ে ধর্মান্ধ শক্তিকে একত্রিত করার চেষ্টা করে তারা৷

সেই গণজাগরণ মঞ্চের বিভিন্ন জায়গার সমাবেশকে বাধা দিচ্ছে সরকারও৷ অনেক জায়গায় সমাবেশ করতে দিচ্ছে না, জানান তিনি৷ তবে তা সত্ত্বেও বৃহস্পতিবার চাঁদপুরে, তাদের জেলায়, সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ এর আগে ৩০টি জেলায় তারা সম্মেলন করেছে৷ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম বিভাগের ১০টি জেলায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে৷ আর ২৬ জুন শেষ হবে চট্টগ্রাম বিভাগের সম্মেলন৷ বাকি ২৪ জেলার সম্মেলন তাড়াতাড়ি শেষ করে ঢাকাতেও সম্মেলন করবে তারা৷

সম্প্রতি সরকার আরো কিছু ব্লগারকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে – এমন কথা শোনা যাচ্ছে৷ এ বিষয়ে ডা. ইমরান বলেন, ‘‘আগেও তো কয়েকজন ব্লগারকে সরকারে গ্রেপ্তার করেছে৷ অথচ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি৷’’ তাই বিনা দোষে কাউকে গ্রেপ্তার না করতে সরকারের প্রতি আহবান জানান তিনি৷ ডা. ইমরানের কথায়, ঢাকায় সম্মেলনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারকাজ তরান্বিত করাসহ রায় দ্রুত কার্যকরের দাবিও জানাবেন তারা৷

হেফাজতে ইসলামীর ব্যাপারে সরকারের নমনীয়তার সমালোচনা করে তিনি বলেন, অনেকেই বলছেন, সদ্য শেষ হওয়া চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে হেফাজতের অসহযোগিতার কারণে সরকারি দলের প্রার্থীদের ভরাডুবি হয়েছে৷ তিনি পাল্টা দাবি করে বলেন, গণজাগরণ মঞ্চকে অসহযোগিতা করার কারণে অনেক প্রগতিশীল মানুষ সরকারি দলের প্রার্থীকে ভোট নাও দিতে পারেন৷

এ জন্যই গণজাগরণ মঞ্চের আন্দোলনে সরকারকে সহযোগিতা করার আহবান জানান তিনি৷ তিনি বলেন, ‘‘আমরা তো হেফাজতের মতো ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটে বিশ্বাসী নই৷ আমরা চাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে, যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে৷''

epa03581692 Bangladeshi activists hold national flag and shout slogans at the Shahbagh intersection, in Dhaka, Bangladesh, 13 February 2013. Reports state that protesters gathered for the ninth day against the life sentence given to the leader of the 'Jamaat-e-Islami' party, Quader Molla, a sentence the protesters call too lenient and demanding capital punishment instead. EPA/MONIRUL ALAM +++(c) dpa - Bildfunk+++
সম্প্রতি সরকার আরো কিছু ব্লগারকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে – এমন কথা শোনা যাচ্ছে (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

ডা. ইমরান এইচ সরকার বলেন, নতুন প্রজন্ম এখন জেনে গেছে রাজাকাররা স্বাধীনতা যুদ্ধের সময় কি ধরনের অপকর্ম করেছে৷ গণজাগরণ মঞ্চের আন্দোলনের কারণেই ঘরে ঘরে এখন শিশুরা জানে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে কত ত্যাগ করতে হয়েছে৷ তাই প্রকৃত অর্থে গণজাগরণ মঞ্চের আন্দোলন সফল বলেই মনে করেন মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের এই নেতা৷

ডা. ইমরান বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ব্লগে জামায়াত-শিবির কি ধরনের অপপ্রচার করেছে তা কল্পনা করাও কঠিন৷ কিন্তু এই ব্লগাররাই আবার তাদের সেই অপপ্রচার রুখে দিয়েছে৷ জামায়াত শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের প্রতি অনুরোধ জানান ডা. ইমরান এইচ সরকার৷