কাজ করছে নতুন আইন
২ ফেব্রুয়ারি ২০১৮বাড়ির মালিকরা এয়ারবিএনবি-তে নিবন্ধিত হয়ে কারও কাছে ভাড়া দিতে পারেন৷ দীর্ঘস্থায়ী ভিত্তিতে বাসা ভাড়া দেয়ার চেয়ে এই প্রক্রিয়া লাভজনক৷ তাই অনেক বাড়ির মালিক এয়ারবিএনবি-র প্রতি ঝুঁকছেন৷ কিন্তু সমস্যা হচ্ছে, এর ফলে ভাড়া দেয়ার মতো বাসা-বাড়ির সংখ্যা কমে যাচ্ছে৷ ফলে দীর্ঘস্থায়ী ভিত্তিতে বাসা ভাড়া নিতে ইচ্ছুকরা পড়ছেন বিপদে৷
পরিস্থিতি সামলাতে বিশ্বের কয়েকটি শহর কর্তৃপক্ষ আইন করেছে৷ বার্লিনেও ২০১৬ সালে এমন একটি গৃহায়ন আইন করা হয়৷ গতবছর তার সুফল পাওয়া গেছে বলে বার্লিনের স্থানীয় গণমাধ্যম আরবিবিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে৷ বার্লিনের ‘সেনেট ডিপার্টমেন্ট ফর আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং'-এর বরাত দিয়ে আরবিবি জানাচ্ছে, নতুন আইনের কারণে ভাড়াটিয়াদের জন্য ভাড়া করার মতো অ্যাপার্টমেন্টের সংখ্যা প্রায় আট হাজার বেড়েছে৷ এর মধ্যে অর্ধেকের বেশি অ্যাপার্টমেন্ট এয়ারবিএনবি-র মতো ওয়েবসাইটে নিবন্ধিত ছিল৷
নতুন আইনে বলা হয়, যাঁরা অবৈধভাবে অল্প সময়ের জন্য বাড়ি ভাড়া দেবেন তাঁদের এক লক্ষ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে৷ আরবিবির প্রতিবেদন বলছে, গতবছর জরিমানার পরিমাণ ছিল ২৬ লক্ষ ইউরোর বেশি৷
সামাজিক গণতন্ত্রী বা এসপিডি দলের নেতৃত্বাধীন বার্লিনের সাবেক সেনেট ঐ আইন প্রনয়ন করেছিল৷ তবে এই আইন সংবিধানসম্মত কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত দেবে জার্মানির সর্বোচ্চ আদালত৷ বার্লিনের উচ্চতর প্রশাসনিক আদালত এ সংক্রান্ত মামলাটি সাংবিধানিক আদালতের কাছে পাঠিয়েছে৷ তবে এ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপনের কোনো তারিখ এখনও ঠিক করা হয়নি৷
এদিকে, বাম, সবুজ আর এসপিডি মিলে গঠিত হওয়া সেনেটের নতুন সরকার আরেকটি আইন প্রনয়নের কাজ করছে৷ সেটি কার্যকর হলে বাড়ির মালিকরা বিশেষ অনুমতি ছাড়া পর্যটকদের কাছে বছরে সর্বোচ্চ ৬০ দিন ভাড়া দিতে পারবেন৷
উল্লেখ্য, আমস্টারডাম, প্যারিস, বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে বাধার মুখে পড়েছে এয়ারবিএনবি৷
মিলান গাগনোন/জেডএইচ