নতুন বছরে ইউরোপের কোথায় বেড়াবেন, কী দেখবেন
ইউরোপের শহর ঘুরতে চান, নাকি গ্রাম? নতুন বছরে ইউরোপের কয়েকটি দৃষ্টিনন্দন জায়গা আর বিশেষ আয়োজন নিয়ে আজকের ছবিঘর ...
জার্মানির বাউহাউস
দৃষ্টিনন্দন স্থাপত্য ও আধুনিক স্থাপত্যশৈলীর কেন্দ্রবিন্দু বাউহাউসের শত বছর পূর্তি উপলক্ষে জার্মানির ভাইমার, ডেসাউ এবং বার্লিন বাউহাউসে চলবে জমকালো প্রদর্শনী৷
ফ্রান্সের মেন্তঁ
শীতের শেষদিকে ফ্রান্সের মেন্তঁ শহরটির চেহারাই বদলে যায়৷ শহরের বাগান বাড়িগুলো সাজানো হয় হলুদ রংয়ের ফুলে৷ তবে একেক বছর একেকভাবে সাজানো হয় শহরটি ৷
বালি পাথরের গোলক ধাঁধা
দক্ষিণ ইটালির মাটেরা শহরটি দেখলে মনে হয় বালি-পাথরের একটি গোলকধাঁধা৷ সাত হাজার বছরের পুরোনো বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এ শহরটির বাড়িঘরগুলো বালি আর পাথরের তৈরি৷ শহরটিতে রয়েছে সাসি নামে পরিচিত প্রাচীন একটি গুহা৷
প্লভডিভ, বুলগেরিয়া
বুলগেরিয়ার শহর প্লভডিভকে বলা হয় ‘ইউরোপের রত্ন’, যার অনেক কিছুই এখনো অনাবিষ্কৃত৷ বলা হচ্ছে, এ শহরটি হবে ২০১৯ সালের ইউরোপের সংস্কৃতির রাজধানী৷
মাদ্রিদের জাদুঘর
মাদ্রিদ শহরের বিশ্বিখ্যাত প্রাডো জাদুঘরটি ২০১৯ সালে তার ২০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে৷ প্রাচীন এ যাদুঘরটি শুধু বয়সেই প্রাচীন নয়৷ ১২শতক থেকে শুরু করে ১৯ শতকের অনেক স্মৃতিই সংগৃহীত আছে এ জাদুঘরে, যা মুগ্ধ করে দর্শনার্থীদের৷
লিওনার্দো দা ভিঞ্চি প্রদর্শনী
লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন ইতালীয় চিত্রকর৷ বিস্ময়কর এ প্রতিভা ৫০০ বছর আগে ফ্রান্সে মারা যান৷ প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রয়েছে তাঁর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা৷ সেখানেই তাঁর বিখ্যাত সব সৃষ্টির প্রদর্শনী হতে যাচ্ছে এ বছর৷
ক্রাকো, পোল্যান্ড
ইউরোপে এসে একটু ভুরিভোজ করতে চাইলে ঘুরে আসতে পারেন পোল্যান্ডের ক্রাকো শহরটিতে৷ শহরটিকে রন্ধনশিল্পে ২০১৯ সালের ইউরোপের রাজধানী হিসেবে পরিচিত করে তোলতে কাজ করে যাচ্ছে দেশটির সরকার৷
দেখে আসুন রংবেরংয়ের ঘুড়ি
ইউরোপের উপকূলীয় শহরগুলিতে রঙবেরঙের দৈত্যাকার ঘুড়ি দেখতে আসেন অনেকেই৷ আর তাই ঘুরে আসতে পারেন ইংল্যান্ডের পোর্টসমাউথ উৎসব৷ ১০ ও ১১ই আগস্ট অনুষ্ঠেয় এ উৎসবে দেখা যাবে আকাশে উড়তে থাকা ঘুড়ির কারুকার্য৷
বার্লিন দেয়ালের পতনের ৩০ বছর
বার্লিন দেয়াল ভাঙার ৩০ বছর পূর্তি উপলক্ষে নানা ধরনের আয়োজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ৷ এ উপলক্ষে নভেম্বরের ৯ তারিখে বার্লিন দেয়ালের সামনে একটি মঞ্চ তৈরি করা হবে৷ পেশাদার, অপেশাদার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করবেন দুই জার্মানির এক হওয়ার মুহূর্তটি৷ চাইলে যোগ দিতে পারেন আপনিও৷
দেখা করুন সান্তা ক্লজের সাথে
ফিনল্যান্ডের রোভানিমি এলাকাটি বছরের ছয় মাস বরফে আচ্ছাদিত থাকে৷ ঘুরে আসতে পারেন সেই অঞ্চলটি৷ সেই সাথে সেখানকার সান্তা গ্রামে গিয়ে দেখা করতে পারেন সান্তা ক্লজের সাথে৷ এমনকি পেতে পারেন এক রাতের আতিথেয়তাও৷