নতুন যুগের নতুন ফ্যাশন – ‘প্রযুক্তি-ফ্যাশন’
১৩ সেপ্টেম্বর ২০১১তাই দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা চেষ্টা করছেন এ সমস্যা সমাধানের৷ উদ্ভাবন করেছেন দীর্ঘ সময় ধরে কার্যকর অথবা সৌরশক্তি চালিত ব্যাটারি, এমনকি সৌরশক্তিতে চলে – এমন পোশাকও৷
সত্যি, মাত্র এক দশক আগেও পোশাকের সঙ্গে প্রযুক্তির এই সম্পৃক্ততার কথা তেমন কারো মাথায় আসেনি৷ তবে সাম্প্রতিক সময়ে মানুষের রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে ‘প্রযুক্তি-ফ্যাশন'-এর চাহিদা৷
বিশেষজ্ঞদের কথায়, মানুষ যেভাবে প্রযুক্তি গ্রহণ করছে, তাতে ব্যবহারিক জীবনেও আসছে পরিবর্তন৷ আর সে কারণেই হালে এমন জ্যাকেট, কোট এবং ব্যাকপ্যাক তৈরি হয়েছে – যার সাহায্যে খুব সহজেই মোবাইল ফোন বা কম্পিউটারের মতো ইলেকট্রনিক যন্ত্রগুলিকে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা সম্ভব৷ জানান জার্মানির ফ্রাইবুর্গ শহরের ‘ফ্রাউনহোফার ইন্সটিটিউট ফর সোলার এনার্জি সিস্টেমস বা আইএসই-এর মুখপাত্র কারিন শ্নাইডার৷
মিউনিখ শহরে অবস্থিত বিখ্যাত পোশাক নির্মাতা প্রতিষ্ঠান লোডেনফ্রে-এর প্রধান ক্লাউস ফাউস্ট-এর কথায়, ‘‘ঝকঝকে সূর্যস্নাত একটা দিনে এবার মোবাইল ফোন চার্জ করা যাবে কিছুটা পথ হেঁটে আসলেই৷'' তবে সৌরশক্তি বা শব্দশক্তিকে কাজে লাগিয়ে এ ধরনের পোশাক সুলভে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে আরো কিছুটা সময় লাগবে৷ তারপরও অবশ্য জার্মানির পাশাপাশি ‘প্রযুক্তি-ফ্যাশন' নিয়ে গবেষণায় মেতেছে বিশ্ব৷ আর এর মধ্যেই তৈরি হয়েছে -
আইপ্যাড ওয়েস্টকোট
আইপ্যাড রাখার জন্য তৈরি হয়েছে ফ্যাশনেবল এক ওয়েস্টকোট৷ এ কোট পরলে কোটের পকেটেই শখের আইপ্যাডটি রাখা সম্ভব৷ আইপ্যাড রাখার উপযোগী এই পোশাক তৈরির জন্য ‘লন্ডন কলেজ অফ ফ্যাশন'-এর শিক্ষার্থীদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করে যুক্তরাজ্যের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্রোপোর্টা৷ আর প্রতিযোগিতার সেরা নকশাটি থেকেই তৈরি হয় ব্যাগের মতো ঐ ওয়েস্টকোট৷
মোবাইল চার্জার টি-শার্ট
কল্পকাহিনীর মতো শোনালেও, সম্প্রতি গবেষকরা উদ্ভাবন করে দেখিয়েছেন টি-শার্টও মোবাইল চার্জ করতে পারে৷ গবেষকদের মতে, শুধু সৌরশক্তি নয়, শব্দশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে মোবাইল চার্জ করতে পারে এই টি-শার্ট৷ আর এর জন্য শব্দ যতো জোরে হবে, মোবাইল ফোনটিও ততো বেশি চার্জ হবে৷ সম্প্রতি এমনই এক টি-শার্ট তৈরি করেছেন টেলিকম জায়ান্ট অরেঞ্জ-এর উদ্ভাবকরা৷ প্রসঙ্গত, টি-শার্টটি তৈরি করতে এ৪ সাইজের পিজোইলেকট্রিক ফিল্ম ব্যবহার করেন গবেষকরা৷
সুরেলা জ্যাকেট
‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি' বা এমআইটি-র মিডিয়া ল্যাব এবং পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিভাইস-এর বিশেষজ্ঞরা মিলে সুরেলা একটি জ্যাকেট তৈরি করেছেন৷ এ জ্যাকেটটিতে লাগানো আছে একটি কিবোর্ড৷ জ্যাকেটটির সুতো বিদ্যুৎ পরিবাহী তন্তুতে তৈরি এবং তা পোশাকের কিগুলোর সঙ্গে জুড়ে দেওয়া রয়েছে৷ ফলে, এ কিগুলো চাপ দিলেই সেখান থেকে শব্দ বের হয়৷ এ জ্যাকেটটিও সৌরশক্তিতে চলে৷
এয়ারকন্ডিশন্ড জ্যাকেট
সম্প্রতি জাপানের গবেষকরা এমন একটি পোশাক তৈরি করেছেন, যা গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনারের মতোই কাজ করে৷ জ্যাকেটটি তৈরি করেছেন জাপানের কুচোফুকু কোম্পানি লিমিটেড-এর গবেষকরা৷ এতে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত দু'টি বৈদ্যুতিক ফ্যান – যা একবার চার্জ দিলে টানা ১১ ঘন্টা চলে৷ পাখার সাহায্যে বাতাস টেনে দেহের মধ্যে প্রবাহিত করে এ জ্যাকেট৷ আর সে বাতাস জ্যাকেটের কলার এবং কাফ দিয়ে বের হয়ে যায়৷ অর্থাৎ জ্যাকেটের মধ্যে প্রবাহিত বাতাসই কাজ করে তাপ নিয়ন্ত্রণে৷
ভবিষ্যতে এহেন আরো গবেষণার জন্য অর্থ সাহায্যের ব্যবস্থাও করেছে জার্মান সরকার৷ জার্মানির পোশাক নির্মাতা প্রতিষ্ঠান ‘লোডেনফ্রে' ব্যাভারিয়ার অর্থনৈতিক মন্ত্রণালয়ের ‘ইনোভেশন ভাউচার' নামের এহেন একটি সুবিধার সুযোগ নিতে শুরু করেছে ইতিমধ্যে৷ যার আওতায়, ‘প্রযুক্তি-ফ্যাশন'-এর গবেষণার জন্য ‘লোডেনফ্রে'-কে প্রায় ৭,৫০০ ইউরো দিয়ে সাহায্য করছে জার্মানি৷ তাই খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এমন এক জ্যাকেট, যা সংগীতের তালে তালে যেমন গরম হবে, তেমন জ্বলেও উঠবে নিমেষে৷ জানান ক্লাউস ফাউস্ট৷
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক