1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন যুগের নতুন ফ্যাশন – ‘প্রযুক্তি-ফ্যাশন’

১৩ সেপ্টেম্বর ২০১১

কথা বলতে বলতে অপর প্রান্তের কন্ঠ অস্পষ্ট হয়ে আসা অথবা প্রচণ্ড চাপের মধ্যে কাজ করার সময়, হঠাৎ করেই কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া....আজকের দিনে ব্যাটারি সংক্রান্ত এহেন ঘটনা দুঃস্বপ্নই বটে!

https://p.dw.com/p/12XRz
আইপ্যাড রাখার জন্য তৈরি হয়েছে ফ্যাশনেবল এক ওয়েস্টকোটছবি: picture-alliance/dpa

তাই দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা চেষ্টা করছেন এ সমস্যা সমাধানের৷ উদ্ভাবন করেছেন দীর্ঘ সময় ধরে কার্যকর অথবা সৌরশক্তি চালিত ব্যাটারি, এমনকি সৌরশক্তিতে চলে – এমন পোশাকও৷

সত্যি, মাত্র এক দশক আগেও পোশাকের সঙ্গে প্রযুক্তির এই সম্পৃক্ততার কথা তেমন কারো মাথায় আসেনি৷ তবে সাম্প্রতিক সময়ে মানুষের রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে ‘প্রযুক্তি-ফ্যাশন'-এর চাহিদা৷

বিশেষজ্ঞদের কথায়, মানুষ যেভাবে প্রযুক্তি গ্রহণ করছে, তাতে ব্যবহারিক জীবনেও আসছে পরিবর্তন৷ আর সে কারণেই হালে এমন জ্যাকেট, কোট এবং ব্যাকপ্যাক তৈরি হয়েছে – যার সাহায্যে খুব সহজেই মোবাইল ফোন বা কম্পিউটারের মতো ইলেকট্রনিক যন্ত্রগুলিকে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা সম্ভব৷ জানান জার্মানির ফ্রাইবুর্গ শহরের ‘ফ্রাউনহোফার ইন্সটিটিউট ফর সোলার এনার্জি সিস্টেমস বা আইএসই-এর মুখপাত্র কারিন শ্নাইডার৷

মিউনিখ শহরে অবস্থিত বিখ্যাত পোশাক নির্মাতা প্রতিষ্ঠান লোডেনফ্রে-এর প্রধান ক্লাউস ফাউস্ট-এর কথায়, ‘‘ঝকঝকে সূর্যস্নাত একটা দিনে এবার মোবাইল ফোন চার্জ করা যাবে কিছুটা পথ হেঁটে আসলেই৷'' তবে সৌরশক্তি বা শব্দশক্তিকে কাজে লাগিয়ে এ ধরনের পোশাক সুলভে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে আরো কিছুটা সময় লাগবে৷ তারপরও অবশ্য জার্মানির পাশাপাশি ‘প্রযুক্তি-ফ্যাশন' নিয়ে গবেষণায় মেতেছে বিশ্ব৷ আর এর মধ্যেই তৈরি হয়েছে -

T-Shirt mit dem Daumen runter
টি-শার্ট মোবাইল চার্জ করতে পারে!ছবি: AMATHIEU/Fotolia

আইপ্যাড ওয়েস্টকোট

আইপ্যাড রাখার জন্য তৈরি হয়েছে ফ্যাশনেবল এক ওয়েস্টকোট৷ এ কোট পরলে কোটের পকেটেই শখের আইপ্যাডটি রাখা সম্ভব৷ আইপ্যাড রাখার উপযোগী এই পোশাক তৈরির জন্য ‘লন্ডন কলেজ অফ ফ্যাশন'-এর শিক্ষার্থীদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করে যুক্তরাজ্যের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্রোপোর্টা৷ আর প্রতিযোগিতার সেরা নকশাটি থেকেই তৈরি হয় ব্যাগের মতো ঐ ওয়েস্টকোট৷

মোবাইল চার্জার টি-শার্ট

কল্পকাহিনীর মতো শোনালেও, সম্প্রতি গবেষকরা উদ্ভাবন করে দেখিয়েছেন টি-শার্টও মোবাইল চার্জ করতে পারে৷ গবেষকদের মতে, শুধু সৌরশক্তি নয়, শব্দশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে মোবাইল চার্জ করতে পারে এই টি-শার্ট৷ আর এর জন্য শব্দ যতো জোরে হবে, মোবাইল ফোনটিও ততো বেশি চার্জ হবে৷ সম্প্রতি এমনই এক টি-শার্ট তৈরি করেছেন টেলিকম জায়ান্ট অরেঞ্জ-এর উদ্ভাবকরা৷ প্রসঙ্গত, টি-শার্টটি তৈরি করতে এ৪ সাইজের পিজোইলেকট্রিক ফিল্ম ব্যবহার করেন গবেষকরা৷

সুরেলা জ্যাকেট

‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি' বা এমআইটি-র মিডিয়া ল্যাব এবং পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিভাইস-এর বিশেষজ্ঞরা মিলে সুরেলা একটি জ্যাকেট তৈরি করেছেন৷ এ জ্যাকেটটিতে লাগানো আছে একটি কিবোর্ড৷ জ্যাকেটটির সুতো বিদ্যুৎ পরিবাহী তন্তুতে তৈরি এবং তা পোশাকের কিগুলোর সঙ্গে জুড়ে দেওয়া রয়েছে৷ ফলে, এ কিগুলো চাপ দিলেই সেখান থেকে শব্দ বের হয়৷ এ জ্যাকেটটিও সৌরশক্তিতে চলে৷

Deutschland Musik Rock Udo Lindenberg Lederjacke Flash-Galerie
এয়ারকন্ডিশন্ড জ্যাকেট আসছে!ছবি: AP

এয়ারকন্ডিশন্ড জ্যাকেট

সম্প্রতি জাপানের গবেষকরা এমন একটি পোশাক তৈরি করেছেন, যা গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনারের মতোই কাজ করে৷ জ্যাকেটটি তৈরি করেছেন জাপানের কুচোফুকু কোম্পানি লিমিটেড-এর গবেষকরা৷ এতে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত দু'টি বৈদ্যুতিক ফ্যান – যা একবার চার্জ দিলে টানা ১১ ঘন্টা চলে৷ পাখার সাহায্যে বাতাস টেনে দেহের মধ্যে প্রবাহিত করে এ জ্যাকেট৷ আর সে বাতাস জ্যাকেটের কলার এবং কাফ দিয়ে বের হয়ে যায়৷ অর্থাৎ জ্যাকেটের মধ্যে প্রবাহিত বাতাসই কাজ করে তাপ নিয়ন্ত্রণে৷

ভবিষ্যতে এহেন আরো গবেষণার জন্য অর্থ সাহায্যের ব্যবস্থাও করেছে জার্মান সরকার৷ জার্মানির পোশাক নির্মাতা প্রতিষ্ঠান ‘লোডেনফ্রে' ব্যাভারিয়ার অর্থনৈতিক মন্ত্রণালয়ের ‘ইনোভেশন ভাউচার' নামের এহেন একটি সুবিধার সুযোগ নিতে শুরু করেছে ইতিমধ্যে৷ যার আওতায়, ‘প্রযুক্তি-ফ্যাশন'-এর গবেষণার জন্য ‘লোডেনফ্রে'-কে প্রায় ৭,৫০০ ইউরো দিয়ে সাহায্য করছে জার্মানি৷ তাই খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এমন এক জ্যাকেট, যা সংগীতের তালে তালে যেমন গরম হবে, তেমন জ্বলেও উঠবে নিমেষে৷ জানান ক্লাউস ফাউস্ট৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক