1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ার উত্তরে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৫

২৭ জুন ২০১১

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের শহর মাইডুগুরিতে বোমা হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৫ জন, আহত কয়েক ডজন৷ সেদেশের কর্মকর্তারা ধারণা করছেন, সম্ভবত জঙ্গি গোষ্ঠী বোকো হারাম বিয়ার গার্ডেনে এই হামলা চালিয়েছে৷

https://p.dw.com/p/11jvW
The Nigerian military has destroyed the headquarters of the radical Islamist sect Boko Haram that has spread violence across the country?s northern states on July 30, 2009 in Maiduguri, Nigeria. At least 700 people were killed during the confrontation between the security forces and the militia men. (Photo Panapress) +++(c) dpa - Report+++
ফাইল ফটোছবি: picture-alliance / dpa

মাইডুগুরিতে হামলা

রবিবার রাতে মাইডুগুরির একটি জনাকীর্ণ বিয়ার গার্ডেনে হামলা চালায় দুই মোটর সাইকেল আরোহী৷ তারা বিয়ার গার্ডেন লক্ষ্য করে কমপক্ষে তিনটি বোমা ছুঁড়ে মারে এবং গুলি চালায়৷ ধারণা করা হচ্ছে, পুলিশ সদস্যরা ছিলেন হামলার লক্ষ্য৷ স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলাকারীরা, মানে যাদেরকে মনে করা হচ্ছে বোকো হারাম-এর সদস্য, তারা জনাকীর্ণ সরাইখানাটি লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে এবং নির্বিচারে গুলি চালায়৷ এতে কমপক্ষে ২৫ ব্যক্তি নিহত এবং ৩০ জনের মতো গুরুতর আহত হয়েছে৷

এছাড়া এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থাকে জানিয়েছেন, আমি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছি৷ এরপর বিক্ষিপ্ত গুলি শুরু হয়৷ এসময় মানুষ আর্তনাদ করতে করতে বিভিন্ন দিকে ছুটে পালিয়েছে৷

The Nigerian military has destroyed the headquarters of the radical Islamist sect Boko Haram that has spread violence across the countrys northern states on July 30, 2009 in Maiduguri, Nigeria. At least 700 people were killed during the confrontation between the security forces and the militia men. (Photo Panapress) +++(c) dpa - Report+++
গত কয়েকমাসে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠীছবি: picture-alliance/ dpa

বোকো হারাম

নাইজেরিয়ার একটি জঙ্গি ইসলামপন্থী গোষ্ঠী বোকো হারাম৷ এই গোষ্ঠী নাইজেরিয়ার সরকারকে উৎখাত করে, সেদেশে ইসলামি শাসনব্যবস্থা চালু করতে চাচ্ছে৷ বোকো হারাম মনে করে, পশ্চিমা সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক কিংবা সামাজিক কর্মকাণ্ড হারাম৷ যার অর্থ হচ্ছে নির্বাচন করা যাবেনা, শার্ট-প্যান্ট পরিধান করা যাবে না৷ এমনকি পার্থিব শিক্ষাব্যবস্থাতেও আপত্তি এই জঙ্গি গোষ্ঠীর৷ ২০০২ সালে মাইডুগুরিতে বোকো হারাম প্রতিষ্ঠা করে মোহাম্মদ ইউসূফ৷ সে একটি ধর্মীয় আবাসন তৈরি করে, যেখানে একটি মসজিদ এবং শিশুদের একটি বিদ্যালয় রয়েছে৷ সংশ্লিষ্ট অঞ্চলের গরিব মুসলমানরা তাদের শিশুদেরকে এই বিদ্যালয়ে পাঠায়৷ তবে বোকো হারাম শুধু শিক্ষার দিকেই মনোযোগী নয়৷ বরং অভিযোগ রয়েছে, জিহাদি নিয়োগে ব্যবহার করা হয় এই বিদ্যালয়টিকে৷

হামলার ধরন

আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি জঙ্গি গোষ্ঠীটি৷ তবে হামলার ধরন থেকে নিরাপত্তা বাহিনীর ধারণা এটি বোকো হারাম এর কাজ৷ তাছাড়া মোটর সাইকেলে করে এভাবে তারা আগেও হামলা চালিয়েছে৷ গত কয়েকমাসে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠী৷ এগুলোর মধ্যে রয়েছে ডিসেম্বরে জোস শহরে বোমা হামলা, আবুজা শহরে সামরিক বাহিনীর আস্তানায় হামলা৷ এছাড়া গত মাসে সেদেশের প্রেসিডেন্ট গুডলাক জনাথন এর দায়িত্ব গ্রহণের সময়ও বেশ কিছু বিস্ফোরণ ঘটিয়েছে বোকো হারাম৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই