নারায়ণগঞ্জে নির্বাচনকে ঘিরে জোরালো তৎপরতা
২৭ অক্টোবর ২০১১নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন প্রস্তুতি দেখতে সেখানে যান৷ তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন৷ কথা বলেন প্রার্থীদের সঙ্গে৷ এরপর তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে চেকপোষ্ট বসিয়ে তল্লাশির সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ কারুর কাছে সন্দেহজনক পরিমাণ টাকা পেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে৷ সদুত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন ম্যাজিষ্ট্রেট৷
তিনি জানান, কাল মধ্য রাতের পর কোন বহিরাগত নারায়ণগঞ্জে অবস্থান করতে পাবেন না৷ আর প্রচার প্রচারণায় মন্ত্রী পদমর্যাদার যারা অংশ নিয়েছেন, তারা নির্বাচনী আচরণ বিধি লংঘন করছেন৷ এব্যাপারে তদন্ত চলছে৷ তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে৷
এম সাখাওয়াত হোসেন জানান, নির্বাচন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে৷ আইন শৃঙ্খলা রক্ষায় কোন ত্রুটি রাখা হয়নি৷
নির্বাচন কমিশনার জানান ইলেকট্রনিক ভোটিং বা ইভিএম নিয়ে কিছু ভুল ধারণা থাকলেও তা কেটে যাচ্ছে৷ মানুষ যখন সরাসরি পদ্ধতিটি দেখছে তখন তাদের সংশয় কেটে যাচ্ছে৷
তবে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি আজো ইভিএম বাতিলের দাবি জানিয়েছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন